ঝাড়গ্রাম, 10 জানুয়ারি : প্রথম পর্বে লকডাউনের স্মৃতিকেই ফের একবার মনে করিয়ে দিল ঝাড়গ্রাম । রাজ্যজুড়ে চলছে করোনার বাড়বাড়ন্ত ৷ একদিকে যেমন দেশে 1 লক্ষ 80 হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা, তেমনি রাজ্যেও আক্রান্তের সংখ্যা 24 হাজার পার করেছে ৷ এর সংক্রমণ শৃঙ্খল ভাঙতে সোমবার একদিনের জন্য কার্যত লকডাউন করা হল ঝাড়গ্রামে ৷ সকাল ছটা থেকে দশটা অবধি জারি এই কড়া বিধি নিষেধের জেরে শহরের প্রতিটি রাস্তাই আজ একেবারে জনশূন্য (Jhargram municipality area is shut down due to covid)।
ঝাড়গ্রাম জেলা শহরের উপর দিয়ে যাওয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের ছবিটাও একই । করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার ঝাড়গ্রাম পৌর এলাকা সম্পুর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়শি দাশগুপ্ত । সেইমতো এদিন সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়েছে ঝাড়গ্রাম পৌর এলাকায় । ঝাড়গ্রাম শহরে ঢোকার প্রতিটি রাস্তার ব্যারিকেড লাগিয়েছে পুলিশ । যেমন দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম ঢোকার পথে জামদা এলাকার নহড়খালের সামনে ব্যারিকেড করেছে পুলিশ ৷ মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম আসার পথে সেবায়তনের কাছেও রয়েছে পুলিশি ব্যারিকেড এবং লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম ঢোকার মুখে সারদা বিদ্যাপীঠ মোড়, জামবনি হয়ে ঝাড়গ্রাম ঢোকার পথে পেপার মিলের মোড়েও ব্যারিকেড করেছে পুলিশ ।