ঝাড়গ্রাম, 29 মে:সংগঠনের নেতা গ্রেফতার হলেও সিবিআই তদন্তের দাবিতে অনড় কুড়মিরা । সিআইডির 10 দিনের হেফাজতের আবেদন খারিজ করে সোমবার 14 দিনের কুড়মি নেতাদের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত । ইতিমধ্যেই রাজ্য পুলিশের কাছ থেকে অভিষেকের কনভয়ের উপর হামলা এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনার মামলার তদন্তভার নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা ও সিআইডি ।
সোমবার ঝাড়গ্রামের এডিজে-1 আদালতে তোলা হয় গ্রেফতার হওয়া রাজেশ মাহাতো-সহ 9 জন কুড়মি নেতাকে । ঘটনার তদন্তের জন্য সিআইডির পক্ষ থেকে 9 জনের মধ্যে 7 জনকে 10 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয় । এই আবেদন খারিজ করে দেয় আদালত এবং অভিযুক্ত 9 জনকেই এদিন 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত । এদিন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় রাজেশ মাহাতো বলেন, "আমাদের হক দমন করা হচ্ছে ৷ শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, সিবিআই তদন্ত হোক, আমরা চাই সিবিআই তদন্ত, সিআইডি নয় । ন্যায় বিচার চাইছি । শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই । কিন্তু আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে, ন্যায় বিচার চাইছি । সিবিআই তদন্ত হোক সত্য সামনে আসুক । আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছি । কোনও হিংসাকে আমরা সমর্থন করি না । আমাদের এই সমাজ আন্দোলন 73 বছর সাংবিধানিক বঞ্চনার জন্য শান্তিপূর্ণ লড়াই । আমাদের এই লড়াই চলতে থাকবে । শুধু আন্দোলনকে নয়, আমাদের একটা জাতিকে শেষ করার চক্রান্ত শুরু হয়েছে । আমরা ঘটনার নিন্দা করেছি ।"