জালনোট মামলায় ঝাড়গ্রাম আদালতে সাজা ঘোষণা ঝাড়গ্রাম, 10 অগস্ট:জাল নোট ব্যবসায়ীর সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত ৷ বৃহস্পতিবার অভিযুক্ত বাবাই বিশ্বাসের সাজা ঘোষণা করেছে আদালত ৷ 6 বছরের সশ্রম কারদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা করেছ ৷ আনাদায়ে আরও তিন মাস জেলের নির্দেশ দিয়েছেন বিচারক ৷
জানা গিয়েছে, 2022 সালের 11 অগস্ট ঝাড়গ্রাম থানার অন্তর্গত জিতুশোল এলাকার ঘটনা ৷ স্থানীয় সুভাষপল্লির বাসিন্দা বাবাই বিশ্বাসকে জাল নোট-সহ গ্রেফতার করেছিল ঝাড়গ্রাম থানার পুলিশ । তার কাছ থেকে 16টি 2 হাজার টাকার জাল নোট অর্থাৎ 32 হাজার টাকা উদ্ধার হয় । তার বিরুদ্ধে ঝাড়গ্রাম থানার পুলিশ 489(বি) এবং 489(সি) ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারকদের হেফাজতের নির্দেশ দেন ৷ এই মামলায় 7 জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত বাবাই বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে । আজ ঝাড়গ্রাম এডিজে-1 আদালতের বিচারক বাবাই বিশ্বাসের সাজা ঘোষণা করেছেন ।
আরও পড়ুন:কলকাতায় উদ্ধার 1 লক্ষ টাকার জাল নোট, উত্তরপ্রদেশ যোগের দাবি এসটিএফের
সরকারি আইনজীবী কৌশিক সিনহা বলেন, "জাল নোট কারবারের ঘটনায় দোষী সাব্যস্ত বাবাই বিশ্বাসকে মহামান্য এডিজে-1 আদালত 6 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । তার পাশাপাশি 10 হাজার টাকা জরিমানা করেছে । অনাদায় 3 মাসের জেল নির্দেশ দিয়েছেন ।" ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, "জাল টাকা কারবারের মামলাতে ঝাড়গ্রাম জেলায় এটাই প্রথম সাজা ঘোষণা হল। আমরা 10 মাসের মধ্যেই এই কেসের ট্রায়াল কমপ্লিট করতে পেরেছি এবং সাক্ষরাও যাতে নির্ভয়ে সাক্ষী দিতে পারে আমরা তারও ব্যবস্থা ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে করা হয় । সেই জন্যেই আমরা এই ফলাফলটা আজ পেয়েছি । আগামিদিনে যে কোন গুরুত্বপূর্ণ মামলাতেই আমরা এই ভাবে এগোতে চাই ।"
আরও পড়ুন:2 লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা