পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Convoy Attack Case: কনভয়ে হামলার ঘটনায় সংশোধনাগারে গিয়ে কুড়মি নেতাদের জেরা সিআইডি-র, অনুমতি আদালতের - কুড়মি নেতাদের জেরা

সিআইডি-কে কুড়মি নেতাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ঝাড়গ্রাম এডিজে-1 আদালত ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার তদন্তে সিআইডি বিচারবিভাগীয় হেফাজতে থাকা কুড়মি নেতাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে ৷

Abhishek Convoy Attack Case ETV BHARAT
Abhishek Convoy Attack Case

By

Published : May 30, 2023, 10:39 PM IST

সংশোধনাগারে গিয়ে কুড়মি নেতাদের জেরা করবে সিআইডি

ঝাড়গ্রাম, 30 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ব্লু-প্রিন্ট কারা তৈরি করেছিল ? এ বিষয়ে জানতে ধৃত কুড়মি নেতাদের সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি ৷ মঙ্গলবার সিআইডি-কে সেই অনুমতি দিয়েছে ঝাড়গ্রাম এডিজে-1 আদালত ৷ বিচারবিভাগীয় হেফাজতে থাকা 9 জন কুড়মি নেতার মধ্যে নীতীশ মাহাতো বাদে 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছিল সিআইডি-র তরফে ৷

ধৃত 9 কুড়মি নেতাদের মধ্যে রয়েছেন কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো এবং শিবাজী মাহাতোর মতো শীর্ষ নেতারা ৷ কিন্তু, অন্য একটি মামলায় এ দিন এই দুই নেতাকে গ্রেফতার দেখাতে আজ ঝাড়গ্রাম সিজেএম আদালতে আবেদন করেছিল জামবনি থানার পুলিশ ৷ আইনি ভাষায় যাকে সোমঅ্যারেস্ট বলা হয় ৷ বিচারক পুলিশের সেই আবেদনও মঞ্জুর করেছে ৷

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঝাড়গ্রামে গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে জনজাতি কুড়মি সমাজের একাংশের বিরুদ্ধে ৷ যে ঘটনায় শনিবার রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো, অনুপ মাহাতো-সহ 9 জন কুড়মি নেতাকে গ্রেফতার করে পুলিশ ৷ পরবর্তীতে এই মামলার তদন্তভার সিআইডি-র হাতে গিয়েছে ৷ বিচারবিভাগীয় হেফাজতে থাকা 9 জনের মধ্যে 8 কুড়মি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন সিআইডি ঝাড়গ্রাম এডিজে-1 আদালতে আবেদন করেছিল ৷

তদন্তকারীরা আদালতে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার আসল চক্রী কারা ? তা খুঁজে বের করতে ধৃতদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন ৷ এমনকি কে বা কারা তাঁদের সেই নির্দেশ দিয়েছিল ? কীভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয় ? এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা ৷ তাই রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো, অনুপ মাহাতো-সহ মোট 8 জন কুড়মি নেতাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে সিআইডি ৷ আদালত আজ সেই আবেদন মঞ্জুর করেছে ৷

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানোর নামে থানায় 9 ঘণ্টা আটক, ক্ষুব্ধ কুড়মিরা

উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যে কুড়মিদের তরফে একাধিক সাংবাদিক বৈঠকে দাবি করা হয়েছে, তৃণমূল সাংসদের কনভয়ে বা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার কোনও পরিকল্পনা বা গোপন কর্মসূচি তাদের ছিল না ৷ এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে জনজাতি কুড়মি সমাজের নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details