ঝাড়গ্রাম, 7 নভেম্বর: ঝাড়গ্রামে সাইকেল নিয়ে রেললাইন পারাপারের সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল বৃদ্ধের দেহ! মর্মান্তিক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হল সোশাল মিডিয়ায় (Jhargram Accident CCTV) ।
রেল পুলিশ জানিয়েছিল, মৃতের নাম কপিলমণি পাণ্ডে (72) । তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকায় । দুর্ঘটনাটি ঘটেছিল ঝাড়গ্রামের কদমকানন রেলগেট এলাকায় । গত বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখায় আপ লাইনে আনন্দবিহার এক্সপ্রেস যাচ্ছিল । ওই সময় কদমকাননে রেলগেট বন্ধ ছিল । বৃদ্ধ কদমকানন থেকে ঘোড়াধরার দিকে সাইকেল নিয়ে পারাপার করছিলেন ।