ঝাড়গ্রাম, 18 জানুয়ারি: ধামসা বাজিয়ে অষ্টম জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বিগত অন্যান্য বছরগুলিতে ঝাড়গ্রামে আয়োজিত হত রাজ্যস্তরীয় জঙ্গলমহল উৎসব । কিন্তু এই বছর জঙ্গলমহল উৎসবকে ছ'টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে । তাই জঙ্গলমহলের প্রতিটি জেলাতেই আয়োজিত হয়েছে জঙ্গলমহল উৎসব । এদিন পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, "এখানে উপস্থিত হতে পেরে খুবই ভাল লাগছে । আমি ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই । এত সুন্দর একটি মেলা করার জন্য যেখানে এত বড় মাঠের মধ্যে কুড়ি শতাংশের কম মানুষ রয়েছে । "
ঝাড়গ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতিতে কীভাবে জঙ্গলমহল উৎসব করা সম্ভব, এই দাবিকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু করেছিলেন ঝাড়গ্রামের এক যুবক । এর প্রেক্ষিতে হাইকোর্ট জেলা শাসকের কাছে জবাব তলব করে । জবাবে, জেলাশাসক হাইকোর্টকে জানিয়েছিলেন, করোনার সমস্ত প্রোটোকল মেনেই জঙ্গলমহল উৎসব অনুষ্ঠিত হবে এবং উৎসবে প্রবেশ করার সময় দর্শকদের দু'টো ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট অথবা করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে ।