পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় গ্রেপ্তার জামবনি থানার ইন্সপেক্টর - আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় গ্রেপ্তার ইন্সপেক্টর

সম্প্রতি IC হিসেবে লালগড় থানার দায়িত্বে এসেছেন অরিন্দম ভট্টাচার্য । থানার মালখানার দায়িত্বে আগে ছিলেন ইন্সপেক্টর তারাপদ টুডু । তাঁকে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জাকে দায়িত্ব দেওয়া হয় । তারপর মালখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় মামলা রুজু করেন অরিন্দমবাবু । তারাপদবাবু এখন জামবনি থানায় রয়েছেন । অস্ত্র চুরির ঘটনার তদন্তে নেমে তারাপদবাবু সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Inspector arrested in arms theft case
আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় গ্রেপ্তার তারাপদ টুডু ।

By

Published : Jan 22, 2020, 11:12 PM IST

লালগড়, 22 জানুয়ারি : লালগড় থানার মালখানা থেকে 18টি আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় জামবনি থানার ইন্সপেক্টর তারাপদ টুডু সহ 4 জনকে গ্রেপ্তার করা হল । ধৃতদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

সম্প্রতি IC হিসেবে লালগড় থানার দায়িত্বে এসেছেন অরিন্দম ভট্টাচার্য । থানার মালখানার দায়িত্বে আগে ছিলেন ইন্সপেক্টর তারাপদ টুডু । তাঁকে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জাকে দায়িত্ব দেওয়া হয় । তারপর মালখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় মামলা রুজু করেন অরিন্দমবাবু । তারাপদবাবু এখন জামবনি থানায় রয়েছেন । অস্ত্র চুরির ঘটনার তদন্তে নেমে তারাপদবাবু সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, মালখানায় রাখা 18টি বন্দুকের হিসেব মিলছিল না । তারপর 409 ধারায় মামলা রুজু হয় । অভিযোগ, মালখানার দায়িত্বে থাকাকালীন তারাপদবাবু আগ্নেয়াস্ত্রগুলি সরিয়েছিলেন ।

ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার রাঠোর বলেন, "তদন্ত চলছে । ধৃতদের বক্তব্যে অসংগতি রয়েছে । আমরা খতিয়ে দেখছি, লালগড় থানার মালখানা থেকে কীভাবে আগ্নেয়াস্ত্র চুরি গেল । ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।" সরকারি আইনজীবী পবিত্র রানা বলেন, "ধৃতদের 10 দিনের হেপাজত চেয়েছিলাম কিন্তু বিচারক পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।"

ABOUT THE AUTHOR

...view details