লালগড়, 22 জানুয়ারি : লালগড় থানার মালখানা থেকে 18টি আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় জামবনি থানার ইন্সপেক্টর তারাপদ টুডু সহ 4 জনকে গ্রেপ্তার করা হল । ধৃতদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।
সম্প্রতি IC হিসেবে লালগড় থানার দায়িত্বে এসেছেন অরিন্দম ভট্টাচার্য । থানার মালখানার দায়িত্বে আগে ছিলেন ইন্সপেক্টর তারাপদ টুডু । তাঁকে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জাকে দায়িত্ব দেওয়া হয় । তারপর মালখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় মামলা রুজু করেন অরিন্দমবাবু । তারাপদবাবু এখন জামবনি থানায় রয়েছেন । অস্ত্র চুরির ঘটনার তদন্তে নেমে তারাপদবাবু সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।