ঝাড়গ্রাম, 6 সেপ্টেম্বর: পুজোর আগে পর্যটকদের জন্য খুশির খবর। মাত্র দু'ঘণ্টায় হাওড়া থেকে ঝাড়গ্রাম পৌঁছনো যাবে এবার ৷ ঝাড়গ্রাম রেল স্টেশনে নতুন স্টপেজ পেল হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস (আপ ও ডাউন) ৷ বুধবার সকাল 6টা 20 মিনিটে হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ে ৷ এর পর 8টা 24 মিনিটে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছায় ৷ সেখানে জনশতাব্দী এক্সপ্রেসকে স্বাগত জানান ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম আর কে চৌধুরি, সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার ওম প্রকাশ-সহ রেলের আধিকারিকরা ৷
হাওড়া থেকে সপ্তাহের সাতদিন ওড়িশার বারবিল পর্যন্ত চলে জনশতাব্দী এক্সপ্রেস ৷ যে ট্রেনটি এবার থেকে ঝাড়গ্রাম স্টেশনেও দাঁড়াবে ৷ ফলে ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলের একটা বিস্তীর্ণ অংশের মানুষের যাতায়াতের সুবিধা হল ৷ সকালে হাওড়া থেকে যেমন ঝাড়গ্রামে আসা যাবে ৷ তেমনি সন্ধেবেলা ঝাড়গ্রাম স্টেশন থেকে হাওড়ার উদ্দেশেও রওনা দেওয়া যাবে ৷ এমনকি ওড়িশা যাওয়ার ক্ষেত্রেও ঝাড়গ্রামবাসীদের অনেকটাই সুবিধে হল ৷
হাওড়া থেকে রোজ সকাল 6টা 20 মিনিটে ট্রেনটি ছাড়বে ৷ আর সকাল 8টা 24 মিনিটে সেটি ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছনোর কথা ৷ তেমনি দুপুরে ওড়িশা থেকে আসা ট্রেনটি সন্ধে 6টা 8 মিনিটে হাওড়ায় রওনা দেবে ৷ সেটি রাত 8টা 55 মিনিটে হাওড়া পৌঁছবে ৷ সামনেই রাজ্যে উৎসবের মরশুম ৷ এই সময় ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ৷ তবে, জনশতাব্দী এক্সপ্রেসের স্টপেজ পাওয়ায় সেই সংখ্যাটা আরও বাড়বে বলে আশা করছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা ৷