পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনা আতঙ্ক : ঝাড়গ্রামের সীমান্তবর্তী এলাকায় সচেতনতা শিবির প্রশাসনের

By

Published : Mar 17, 2020, 9:38 PM IST

কোরোনা সংক্রমণ রুখতে তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন ।

jhargram
jhargram

ঝাড়গ্রাম,17 মার্চ : কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আজ ঝাড়গ্রাম জেলা প্রশাসন এবং স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে বেলপাহাড়ি ব্লকের লয়াদা গ্রামে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় । যে শ্রমিকরা ভিনরাজ্যেকাজে গিয়েছিলেন তাঁদের চিহ্নিত করে বাড়িতে কয়েকদিন আলাদা থাকার পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা ।

কোরোনা ভাইরাস নিয়ে জেলায় জেলায় সচেতনতামূলক প্রচার করছে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা । জঙ্গলমহল অধ্যুষিত ঝাড়গ্রামে কোরোনা নিয়ে সতর্ক জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর । বিশেষ করে ঝাড়গ্রামের সীমান্ত পার হলেই রয়েছে ঝাড়খণ্ড ও ওড়িশা । কাজের জন্য সেই রাজ্যগুলিতে যান অনেকেই । সেখান থেকে প্রচুর পণ্যবোঝাই যানবাহনও আসে । সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ঝাড়খণ্ড থেকে আসা গাড়িগুলি থামিয়ে যাত্রী এবং গাড়ির চালকের জ্বর ,সর্দি ,কাশি আছে কি না তা পরীক্ষা করা হয় । পরীক্ষার পর ঝাড়গ্রাম জেলায় প্রবেশের অনুমতি দেওয়া হয় । পাশাপাশি যাঁরা ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন তাঁদের চিহ্নিত করে বাড়িতে কয়েকদিন আলাদা থাকার পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা ।

জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট হলে নিকটবর্তী হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে লিফলেট বিলি করা হয় । বেলপাহাড়ি ব্লকের স্বাস্থ্যকর্মী সঞ্জীব মাহাত বলেন, "আমরা এই সীমান্তবর্তী এলাকার লোয়াদাতে সকলের স্বাস্থ্য পরীক্ষা করছি । তারপর এই রাস্তা দিয়ে বাংলায় ঢুকতে দিচ্ছি । বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং দেশে কোরোনার প্রভাবের কথা মাথায় রেখে স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মতো আমরা এই কাজ করছি ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details