পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিল্লির মহিষাসুরকে হারাতে পারবে বাংলার দুর্গা, সুযোগ দিন : চন্দ্রবাবু

লালগড়ে তৃণমূল কংগ্রেসের সভায় মোদিকে মহিষাসুর বলে কটাক্ষ চন্দ্রবাবুর ।

চন্দ্রবাবু ও শুভেন্দু

By

Published : May 8, 2019, 7:12 PM IST

Updated : May 8, 2019, 7:58 PM IST

লালগড়, 8 মে : লালগড়ে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে এই সভা হয় ।

সভা থেকে চন্দ্রবাবু বলেন, "আমি বাংলায় আসতে পেরে খুব খুশি । বাংলা আজ যা ভাবে, ভারতবর্ষ তা আগামীকাল ভাববে ।" তিনি আরও বলেন, "বাংলা এই দেশকে মহান সব সন্তান প্রদান করেছে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে অন্যতম । এঁরা সবাই বাংলাকে ভারতের অগ্রগতি ও সংস্কৃতির মুখ হিসেবে তুলে ধরেছেন । মমতা দিদি এই মহান ঐতিহ্যের প্রকৃত উত্তরাধিকারী । তিনি ও তাঁর দল এককভাবে এই রাজ্যে 35 বছর শাসন করা একটি দলকে ক্ষমতাচ্যুত করেছিল ।"

দেখুন ভিডিয়ো

BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "দেশের মানুষ মোদি সরকারকে নিয়ে বিরক্ত । এখন আপনাদের কাছে BJP-র মতো এক সাম্প্রদায়িক দলকে হারানো ও উচিত শিক্ষা দেওয়ার সুযোগ আছে । বাংলার দুর্গাকে দিল্লির মহিষাসুরকে হারানোর এবং দেশে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার সুযোগ করে দিন ।" তৃণমূল সুপ্রিমোর ভূয়সি প্রশংসা করে চন্দ্রবাবু বলেন, "মমতা ব্যানার্জি একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব । তিনি দরিদ্রদের কল্যাণের জন্য সব সময় লড়াই করেন । 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন । তারপর থেকে দরিদ্রদের সুবিধার্থে অনেক প্রকল্প চালু করেছেন । জাতীয় রাজনীতিতেও মমতাদিদি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । BJP ধর্মের নামে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে । BJP-কে সুযোগ দেওয়ার অর্থ সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করা ।"

Last Updated : May 8, 2019, 7:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details