ঝাড়গ্রাম, 12 জুলাই : মাওবাদী শহিদ সপ্তাহের আগে বৈঠক করলেন প্রাক্তন মাওবাদীরা ৷ সেই বৈঠকের পর সরকারি প্যাকেজ অনুযায়ী চাকরি না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন তাঁরা । তাঁদের অভিযোগ, এই ক্ষেত্রেও চাকরি পেতে হলে টাকা দিতে হচ্ছে ৷
আরও পড়ুন :শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যু তদন্তে এবার সিআইডি
তবে তাঁরা জানালেন যে এই বিষয়ে হাল ছাড়বেন না ৷ বরং দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তাঁরা তুলে ধরতে চান ৷ তাই রবিবার তাঁরা বৈঠক করেন ৷ ওই বৈঠক হয় লালগড়ের ঝাঁটিবনি মাঠে ৷ সেখানে বিনপুর ও লালগড় থানা এলাকার একাধিক প্রাক্তন মাওবাদী উপস্থিত ছিলেন ।
তার মধ্যে কিষেনজির ছায়াসঙ্গী থেকে শশধর মাহাতোর স্কোয়াডের গুরুত্বপূর্ণ প্রাক্তন সদস্যরাও উপস্থিত ছিলেন । তাঁদের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন-সহ বেআইনি কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে । তাঁরা জেলও খেটেছেন ।