পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারল হাতি, বনকর্মীর মৃত্যু - হাসপাতালে মৃত্যু বনকর্মী বুদ্ধদেব শবর

হাতির হানায় মৃত্যু হল এক বনকর্মীর। ঘটনাটি ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি ভেষজ বাগানের। সন্ধ্যার সময় বাগানের গেট খুলে হাতিদের বের করার সময় শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় একটি হাতি ৷ গুরুতর আহত অবস্থায় বুদ্ধদেব শবরকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয় ৷

হাতির হানায় মৃত্যু বনকর্মী বুদ্ধদেব শবর
হাতির হানায় মৃত্যু বনকর্মী বুদ্ধদেব শবর

By

Published : Jun 15, 2021, 10:08 AM IST

ঝাড়গ্রাম, 15 জুন: রবিবার ঝাড়গ্রামে এক ব্যক্তির মৃত্যুর পর ফের হাতির হানায় মৃত্যু এক বনকর্মীর। ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি ভেষজ বাগানে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই ঘটনাটি ঘটে ৷ মৃত ওই বনকর্মীর নাম বুদ্ধদেব শবর (৪৮)। স্থানীয়রা জানান, এদিন সকালে কোনওভাবে ৪টা হাতি ওই বাগানে ঢুকে পড়ে। চারদিক ঘেরা থাকায় সন্ধ্যা পর্যন্ত বেরতে পারেনি তারা । হাতিগুলিকে বের করার জন্যে সকাল থেকেই নানা চেষ্টা করেন বনকর্মীরা । সন্ধ্যার সময় বাগানের গেট খুলে দিয়ে হাতিগুলিকে যাওয়ার ব্যবস্থা করতে গিয়ে বিপদের মুখে পড়েন ওই বনকর্মী।

হাসপাতালে মৃত্যু বনকর্মী বুদ্ধদেব শবর

গেটের সামনে গাছের আড়ালে চুপিসারে দাঁড়িয়ে ছিল একটি হাতি। আচমকা শুঁড়ে পেঁচিয়ে বুদ্ধদেববাবুকে আছাড় দিলে রক্তাক্ত অবস্থায় দূরে ছিটকে পড়েন তিনি । গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যান অন্যান্য বনকর্মীরা । ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন ওই বনকর্মী বলে জানা গিয়েছে ৷ এদিন রাত দশটা নাগাদ মৃত্যু হয় বুদ্ধদেব শবরের ৷

ABOUT THE AUTHOR

...view details