ঝাড়গ্রাম, 5 নভেম্বর: হাতির হাত থেকে ধানজমি রক্ষা করতে গিয়েছিলেন ৷ কিন্তু হাতির তাড়া খেয়ে পুকুরে ডুবে মৃত্যু হল এক কৃষকের । মৃতের নাম পরীক্ষিত মাহাতো (42) । বাড়ি ঝাড়গ্রাম থানার অন্তর্গত বড়চাঁদাবিলা গ্রামে । স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে জামবনি ব্লকের ডুলুং নদী সংলগ্ন ধনিয়াপাল এলাকায় দু-তিনদিন থেকে অবস্থান করা প্রায় 40টি হাতির দলকে ড্রাইভ করা হচ্ছিল । হাতির দলটি জামবনি ব্লকের দিক থেকে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের ধান জমিতে ঢুকে পড়ে ।
এলাকায় হাতির দল আসার খবর চাউর হতেই চাষীরা হাতে বড় টর্চ লাইট নিয়ে জমির দিকে রওনা দেয় । পুকুরিয়া বিটের বড়চাঁদাবিলা গ্রাম সংলগ্ন ধানজমির কাছে হাতির দলটি ঢুকে পড়ে । সেই সময় হঠাৎ করে হাতির দলের সামনে পড়ে যান পরীক্ষিত মাহাতো । স্থানীয় বাসিন্দাদের দাবি, পরীক্ষিত হাতির হাত থেকে বাঁচার জন্য ধানজমির পাশেই থাকা একটি পুকুরে ঝাঁপ দেয় । পরীক্ষিতকে তাড়া করে কয়েকটা হাতি পুকুরের জলে নেমে পড়ে । পরে হাতির দলটি বড়চাঁদাবিলা এলাকার ধান জমি থেকে বেরিয়ে ঝাড়গ্রাম-চন্দ্রী পিচ রাস্তা পেরিয়ে ঢেকিপুরার জঙ্গলের দিকে চলে যায় । এই ঘটনার পর থেকেই পরীক্ষিতের কোনও খোঁজ পাওয়া যায়নি ।
রবিবার সকালে পুকুরের মধ্যে পরীক্ষিতের গামছা ও টর্চ লাইট ভেসে থাকতে দেখেন গ্রামবাসীরা । বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হলে ঝাড়গ্রাম ব্লকের বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি নামিয়ে সকাল থেকে পুকুরে তল্লাশি অভিযান চালানো হয় । আনুমানিক দুপুর দু'টোর সময় পুকুর থেকে মৃত অবস্থায় পরীক্ষিতের দেহ উদ্ধার হয় । এরপর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসতে চাইলে এলাকার মানুষজন ও পরীক্ষিতের মা-সহ পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেয় এবং বনবিভাগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন ।