পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জঙ্গল মহলে ফের হাতির মৃত্যু, শালবনিতে মিলল দাঁতালের দেহ - Elephant death

পরপর দুদিনের মাথায় দুটি হাতের মৃত্যুর খবর পাওয়া গেল জঙ্গলমহলে ।

Hati
Hati

By

Published : Sep 14, 2020, 8:51 PM IST

শালবনি 14 সেপ্টেম্বর : ফের জঙ্গলমহলে হাতির মৃত্যু । এবার পাওয়া গেল একটি দাঁতালের মৃতদেহ । কিছুদিন আগে জলে ডুবে মৃত্যু হয় একটি শাবক হাতির । তারপরই নড়েচড়ে বসে বনদপ্তর । তবে দাঁতালের মৃত্যু কেন হল তা বিস্তারিত খতিয়ে দেখছে বন আধিকারিকেরা ।

পরপর দুদিনের মাথায় দুটি হাতের মৃত্যুর খবর পাওয়া গেল জঙ্গলমহলে । 12 সেপ্টেম্বর গোয়ালতোড় রেঞ্জের বড় চাওলি গ্রামের তমাল নদীতে একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছিল । আজ শালবনির অন্তর্গত বান্দিতে একটি দাঁতাল হাতিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এরপর তারা বন দপ্তরে খবর দেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল লাগোয়া জমির পাশে একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই হাতি দেখতে ভিড় জমান সাধারণ মানুষ । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বনদপ্ত রের কর্মীরা । তবে কী কারণে হাতির মৃত্যু হয়েছে তা জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details