পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নয়াগ্রামে হাতির মৃত্য়ু, এলাকায় চাঞ্চল্য় - হাতির মৃত্য়ু

আজ সকালে স্থানীয় বাসিন্দারা মৃত হাতিটি দেখতে পেয়ে নয়াগ্ৰাম বন দফতরে খবর দেন। সেখানকার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত হাতিটি উদ্ধার করেন। হাতির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন বনকর্তারা।

Elephant
মৃত হাতি

By

Published : Apr 10, 2021, 6:21 PM IST

ঝাড়গ্রাম, 10 এপ্রিল : ঝাড়গ্রামের নয়াগ্রামে ফের হাতির মৃত্য়ু ৷ ঘটনাটি আজ সকালে নয়াগ্ৰাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলের টোটাসাই মৌজা এলাকায় ৷ সেখানে আজ সকালে ধান জমিতে ওই মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷

আজ সকালে স্থানীয় বাসিন্দারা মৃত হাতিটি দেখতে পেয়ে নয়াগ্ৰাম বন দফতরে খবর দেন। সেখানকার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত হাতিটি উদ্ধার করেন। হাতির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন বনকর্তারা।

নয়াগ্রামে হাতির মৃত্য়ু

আরও পড়ুন- কাল শীতলকুচিতে মমতা, ব্লকে ব্লকে হবে প্রতিবাদ মিছিল

উল্লেখ্য, জঙ্গলমহলের একাধিক জঙ্গলে প্রায় কয়েকটি দলে বিভক্ত হয়ে বেশ কিছু দলমা হাতি নিয়মিত বসবাস করছে। সেই হাতির দলগুলি মাঝে মধ্যে জঙ্গল ছেড়ে নয়াগ্ৰাম,গোপীবল্লভপুর এবং সাঁকরাইলের গ্রামগুলোতে হানা দেয়। ফলে হাতির হানায় স্থানীয় মানুষজনের ফসল থেকে শুরু করে ঘরবাড়ির ক্ষতি হচ্ছে। হাতির হানায় যেমন এলাকার মানুষজন সমস্য়ায় পড়ছেন, তেমনই বন দফতরের কর্মীরাও হাতির হামলা আটকাতে হিমশিম খাচ্ছেন ।

বন দফতরের এক কর্মী বলেন, ’‘গতকাল একদল হাতি সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্ৰামের তপোবন এলাকায় ছিল। তবে কী কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ’’

ABOUT THE AUTHOR

...view details