ঝাড়গ্রাম 29 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত হওয়ায় NIA-এর ডাকা জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে পারলেন না তৃণমূল রাজ্য কমিটির নেতা ছত্রধর মাহাত । আগামী 12 অক্টোবর ফের তাঁকে ডেকে পাঠিয়েছে NIA ।
গত শুক্রবার NIA-এর বিশেষ আদালতে তোলার জন্য ছত্রধর মাহাতকে ডেকে পাঠানো হয়েছিল কলকাতায় । ওই দিন কলকাতায় পৌঁছে NIA- এর বিশেষ আদালতে হাজিরা দিতে পারেননি তিনি । জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ওই দিনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন । গতকাল ছত্রধরকে জেরা করতে পশ্চিম মেদিনীপুরের সালবনি কোবরা ক্যাম্পে ডেকে পাঠিয়ে ছিল NIA । কিন্তু গতকালই তাঁর রিপোর্ট পজিটিভ আসে । যার ফলে NIA-এর ডাকে হাজিরা দিতে পারেননি । তিনি বর্তমানে লালগড়ের আমলিয়া গ্রামের নিজের বাড়িতে হোম আইসলেশনে রয়েছেন ।
11 বছরের পুরনো দু'টি মামলায় ছত্রধরকে জেরা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA । 11 বছর আগে লালগড়ের দুই CPI(M) কর্মী খুন এবং রাজধানী কাণ্ড মামলার পুনঃতদন্ত করার জন্যই ছত্রধরকে জেরা করছে NIA । NIA তাদের বিশেষ আদালতে ছত্রধর মাহাতকে জেল হেপাজতে নেওয়ার জন্য আবেদন জানায় । এরপরেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে ।
প্রায় 10 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে এই বছরের ফেব্রুয়ারি মাসে নিজের বাড়িতে ফেরেন ছত্রধর ।10 বছর জেল খাটার পর হঠাৎ করে ছত্রধরকে NIA জেল হেপাজতে নিতে চাওয়ার বিষয়টিকে BJP-র চক্রান্ত বলে মনে করছে তৃণমূল । ছত্রধরের যথেষ্ট প্রভাব রয়েছে জঙ্গলমহলে । একদা তাঁর নেতৃত্বেই জনসাধারণ কমিটি তৎকালীন বাম সরকারের বিরোধিতায় বহু আন্দোলন করেছে । এদিকে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে BJP যথেষ্ট ভালো ফল করেছে জঙ্গলমহলে । জঙ্গলমহলের মাটি পুনরুদ্ধার করতে পারে একমাত্র ছত্রধর মাহাতই । সেই কারণেই BJP চক্রান্ত করে ছত্রধর মাহাতকে পুনরায় জেলে পাঠাতে চাইছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের একাংশের ।
ছত্রধর মাহাতর আইনজীবী কৌশিক সিনহা জানান, "বর্তমানে আমার মক্কেল কোরোনা আক্রান্ত । তাঁর RT-PCR রিপোর্ট NIA-এর বিশেষ আদালতে জমা দিয়েছি । আগামী 12 অক্টোবর তিনি হাজিরা দেবেন ।"