ঝাড়গ্রাম, 17 নভেম্বর: ঝাড়গ্রাম গিয়ে আবার জনদরদী মমতা ৷ মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী বরাবরই একটু বেশি সহানুভূতিশীল ৷ আর তাঁর সেই চেনা রূপ ধরা পড়ল ৷ গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন তাঁদের জল সমস্যার কথা ৷ আর তারপর 24 ঘণ্টা কাটতে না কাটতেই গ্রামের মধ্যে পৌঁছে গেল গভীর নলকূপ তৈরির ডিটিএইচ মেশিন ।
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে বেলপাহাড়ির সাহাড়ি ফুটবল মাঠে প্রশাসনিক সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । তিনি সভা শেষে গাড়িতে করে পাঁচ নম্বর রাজ্য সড়ক ধরে ঝাড়গ্রাম ফিরছিলেন । হঠাৎই কুড়চিবনি গ্রামে গাড়ি থামিয়ে নেমে পড়েন মমতা ৷ কথা বলতে শুরু করেন গ্রামবাসীদের সঙ্গে ।
মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের কাছ থেকে তাঁরা কেমন রয়েছে সেই সম্পর্কে জানতে চান । কুড়চিবনি গ্রামের বহু মহিলা এলাকার পানীয় জলের সমস্যা (Drinking Water Problem) সম্পর্কে মমতাকে জানান ৷ পাকা বাড়ি তৈরিরও আবেদন করেন মুখ্যমন্ত্রীর কাছে । মমতা তাঁদেরকে আশ্বাস দেন অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করা হবে ৷ আর পাকা বাড়ির ক্ষেত্রে কেন্দ্র থেকে পাওনা টাকা পেলেই অবিলম্বে তিনি তা তৈরি করে দেবেন ।
মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে আশ্বস্ত হন গ্রামবাসীরা । আর মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসের 24 ঘণ্টা না-পেরোতেই বুধবার দুপুরে গ্রামের মধ্যে পৌঁছে যান বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা ৷ তাঁর সঙ্গে ছিলেন পাবলিক হেলথের জেলা ইঞ্জিনিয়ার (PHE) । পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য পুরো গ্রাম খতিয়ে দেখেন তাঁরা ।