পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drinking Water Problem: কথা রাখলেন মমতা ! মুখ্যমন্ত্রীর আশ্বাসের 24 ঘণ্টার মধ্যেই গ্রামে পৌঁছল পানীয় জল - ঝাড়গ্রাম

মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) পানীয় জল সমস্যার কথা জানিয়েছিলেন গ্রামবাসীরা ৷ তিনিও কথা দিয়েছিলেন খুব শীঘ্রই জল মিলবে গ্রামে ৷ যেই কথা সেই কাজ ৷ তার 24 ঘণ্টা না পেরতেই গ্রামের মধ্যে পৌঁছে গেল গভীর নলকূপ তৈরির ডিটিএইচ মেশিন (DTH Machine) ৷

Drinking Water Problem
Drinking Water Problem

By

Published : Nov 17, 2022, 3:26 PM IST

ঝাড়গ্রাম, 17 নভেম্বর: ঝাড়গ্রাম গিয়ে আবার জনদরদী মমতা ৷ মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী বরাবরই একটু বেশি সহানুভূতিশীল ৷ আর তাঁর সেই চেনা রূপ ধরা পড়ল ৷ গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন তাঁদের জল সমস্যার কথা ৷ আর তারপর 24 ঘণ্টা কাটতে না কাটতেই গ্রামের মধ্যে পৌঁছে গেল গভীর নলকূপ তৈরির ডিটিএইচ মেশিন ।

বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে বেলপাহাড়ির সাহাড়ি ফুটবল মাঠে প্রশাসনিক সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । তিনি সভা শেষে গাড়িতে করে পাঁচ নম্বর রাজ্য সড়ক ধরে ঝাড়গ্রাম ফিরছিলেন । হঠাৎই কুড়চিবনি গ্রামে গাড়ি থামিয়ে নেমে পড়েন মমতা ৷ কথা বলতে শুরু করেন গ্রামবাসীদের সঙ্গে ।

মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের কাছ থেকে তাঁরা কেমন রয়েছে সেই সম্পর্কে জানতে চান । কুড়চিবনি গ্রামের বহু মহিলা এলাকার পানীয় জলের সমস্যা (Drinking Water Problem) সম্পর্কে মমতাকে জানান ৷ পাকা বাড়ি তৈরিরও আবেদন করেন মুখ্যমন্ত্রীর কাছে । মমতা তাঁদেরকে আশ্বাস দেন অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করা হবে ৷ আর পাকা বাড়ির ক্ষেত্রে কেন্দ্র থেকে পাওনা টাকা পেলেই অবিলম্বে তিনি তা তৈরি করে দেবেন ।

মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে আশ্বস্ত হন গ্রামবাসীরা । আর মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসের 24 ঘণ্টা না-পেরোতেই বুধবার দুপুরে গ্রামের মধ্যে পৌঁছে যান বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা ৷ তাঁর সঙ্গে ছিলেন পাবলিক হেলথের জেলা ইঞ্জিনিয়ার (PHE) । পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য পুরো গ্রাম খতিয়ে দেখেন তাঁরা ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গ্রামের মধ্যে বসানো হচ্ছে একটি হাজার লিটারের জলের ট্যাঙ্ক ৷ যার মধ্যে প্রতিদিন জল সরবরাহ করবে পিএইচই । এর মধ্যেই গ্রামের মধ্যে নির্মাণ করা হবে গভীর নলকূপ এবং বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে জল । বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, "মুখ্যমন্ত্রী নির্দেশে অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে । গ্রামের মধ্যে এখন হাজার লিটারের ট্যাংক বসানো হচ্ছে এবং কয়েক দিনের মধ্যে গভীর নলকূপের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে ।"

মুখ্যমন্ত্রীর আশ্বাসের 24 ঘণ্টার মধ্যেই গ্রামে পৌঁছল পানীয় জল

মুখ্যমন্ত্রী কুড়চিবনি গ্রাম থেকে বেরিয়ে শিলদা পেরনোর পর মালাবতীর কাছে গিয়েও হঠাৎ করে গাড়ি থামিয়ে দেন রাস্তায় । সেখানে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের কাছ থেকে জানতে চান কেমন রয়েছে তারা । গ্রামবাসীরা উত্তরে বলেন, "ভালো আছি, কিন্তু আমাদের গ্রামে পানীয় জল নেই । প্রায় দু'কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয় ।" পানীয় জলের সমস্যা দূরীকরণের আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন:জনসংযোগে মমতা, ঝাড়গ্রামে 'চপ বিক্রি' করলেন মুখ্যমন্ত্রী

তারপরেই এদিন দুপুরে মালাবতীর বিশ্বাসপাড়ায় পৌঁছে যান বিনপুরের বিধায়ক এবং পিএইচইয়ের ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন আধিকারিকরা । বিকেলে গভীর নলকূপ খননের জন্য (Drinking Water Supply) মালামতী গ্রামে পৌঁছেছে ডিটিএইচ মেশিন । এদিন মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাওয়ার সময় হেলিপ্যাডে দাঁড়িয়ে বলেন, "জল আজকে পৌঁছে যাবে । আমি ডিএম, এসপিকে নিয়ে মিটিং করেছি । সব বলে দিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details