ঝাড়গ্রাম, 13 ডিসেম্বর:গোপনসূত্রে খবর পেয়ে অবৈধ বালি খাদানে হানা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের ৷ রবিবার রাতে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সুবর্ণরেখা নদীর বালি খাদানে হানা দেন ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। বালি মাফিয়াদের 15 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে (Department of land reforms fined 15 lacs for illegal sand mining) ৷ এই অভিযানে সামিল হয়েছিলেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অনির্বাণ চৌধুরী এবং গোপীবল্লভপুরের এসডিপিও কৃষ্ণগোপাল মীনা ।
জানা গিয়েছ, নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বালি খাদান থেকে বালি খাদান থেকে বালি তুলছিল মাফিয়ারা ৷ প্রতিদিন রাতে বালি মাফিয়ারা বালি তোলেন সুর্বণরেখা নদী বক্ষ থেকে ৷ রবিবার হমুন্ডা বালি খাদানে গভীর রাতে হানা দিয়ে আধিকারিকরা দেখেন, সরকার অনুমোদিত বালি খাদানের পরিবর্তে সুবর্ণরেখা নদীর অন্য জায়গা থেকে বালি তোলা হচ্ছে । সুবর্ণরেখা নদীর বুকে নেমে পড়েন ভূমি দপ্তরের আধিকারিক এবং গোপীবল্লভপুরের এসডিপিও । হাতেনাতে ধরে ফেলেন 9টি বালি-বোঝাই লরি এবং 6টি বালি তোলার হাইড্রা মেশিন । প্রত্যেকটি লরিকে এবং 6টি বালি তোলার হাই্ড্রা মেশিন পিছু এক লক্ষ টাকা টাকা করে জরিমানা করে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক ভূমি দফতর । ওই রাতেই ভূমি দফতরের হাতে জরিমানার 15 লক্ষ টাকা তুলে দেয় লরি ও হাইড্রা মেশিনের মালিকরা ৷