পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal Sand Mining: অবৈধ বালি খাদানে হানা দিয়ে 15 লক্ষ জরিমানা আদায় ভূমি সংস্কার দফতরের - বালি মাফিয়া রাজ ঝাড়গ্রামে

অবৈধ বালি মাফিয়ারাজ রুখতে তৎপর ঝাড়গ্রামের ভূমি ও ভূমি সংস্কার অধিকারিকরা ৷ সরকারি অনুমোদিত বালি খাদান ছাড়াও সুবর্ণরেখা নদীর বুক থেকে অবৈধভাবে বালি তুলতে গিয়ে প্রশাসনের নজরে বালি মাফিয়ারা ৷ 15 লক্ষ টাকা জরিমানা দিয়ে ছাড় (Department of land reforms fined 15 lacs for illegal sand mining) ৷

jhargram
ETV Bharat

By

Published : Dec 13, 2022, 5:22 PM IST

অবৈধ বালি খাদানে হানা দিয়ে 15 লক্ষ জরিমানা আদায় ভূমি দফতরের

ঝাড়গ্রাম, 13 ডিসেম্বর:গোপনসূত্রে খবর পেয়ে অবৈধ বালি খাদানে হানা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের ৷ রবিবার রাতে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সুবর্ণরেখা নদীর বালি খাদানে হানা দেন ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। বালি মাফিয়াদের 15 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে (Department of land reforms fined 15 lacs for illegal sand mining) ৷ এই অভিযানে সামিল হয়েছিলেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অনির্বাণ চৌধুরী এবং গোপীবল্লভপুরের এসডিপিও কৃষ্ণগোপাল মীনা ।

জানা গিয়েছ, নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বালি খাদান থেকে বালি খাদান থেকে বালি তুলছিল মাফিয়ারা ৷ প্রতিদিন রাতে বালি মাফিয়ারা বালি তোলেন সুর্বণরেখা নদী বক্ষ থেকে ৷ রবিবার হমুন্ডা বালি খাদানে গভীর রাতে হানা দিয়ে আধিকারিকরা দেখেন, সরকার অনুমোদিত বালি খাদানের পরিবর্তে সুবর্ণরেখা নদীর অন্য জায়গা থেকে বালি তোলা হচ্ছে । সুবর্ণরেখা নদীর বুকে নেমে পড়েন ভূমি দপ্তরের আধিকারিক এবং গোপীবল্লভপুরের এসডিপিও । হাতেনাতে ধরে ফেলেন 9টি বালি-বোঝাই লরি এবং 6টি বালি তোলার হাইড্রা মেশিন । প্রত্যেকটি লরিকে এবং 6টি বালি তোলার হাই্ড্রা মেশিন পিছু এক লক্ষ টাকা টাকা করে জরিমানা করে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক ভূমি দফতর । ওই রাতেই ভূমি দফতরের হাতে জরিমানার 15 লক্ষ টাকা তুলে দেয় লরি ও হাইড্রা মেশিনের মালিকরা ৷

এই ঘটনা প্রসঙ্গে গোপীবল্লভপুর 1নম্বর ব্লকের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অনির্বাণ চৌধুরী বলেন, "আমি এবং এসডিপিও সাহেব দহমুন্ডার একটি নদী ঘাটে অভিযান চালিয়ে 15টি গাড়ি ধরা পড়ে ৷ যেগুলি অবৈধভাবে নদী থেকে বালি তুলছিল । সেগুলিকে আটক করা হয় এবং মধ্যরাতেই তারা জরিমানা দিয়ে দেয় । 15টি গাড়ির জন্য 15লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে । এভাবেই আমাদের অভিযান চলবে আগামিদিনেও ।"

আরও পড়ুন: 'বালিঘাটের দখল' নিয়ে বিবাদের জেরে খুন তরুণ, ধৃত তৃণমূল নেতা-সহ 15

প্রসঙ্গত, গত সপ্তাহে বৃহস্পতিবারও সুবর্ণরেখা নদীর আঠাঙ্গী এলাকার বালি খাদানে হানা দেয় গোপীবল্লভপুর 1নম্বর ব্লকের ভূমি দফতরের আধিকারিক এবং গোপীবল্লভপুরের এসডিপিও হাতেনাতে ধরে ফেলেন 10টি বালি তোলা হাইড্রা মেশিন এবং 9টি বালি বোঝাই লরি । লরি ও হাইড্রা মেশিনগুলিকেও নিয়ে আসা হয় ভূমি দফতরের অফিসে। 15টি বালি-বোঝাই লরি এবং 4টি বালি তোলার হাইড্রা মেশিন আটক করে 19 লক্ষ টাকা জরিমানা করে ভূমি দফতর। জেলা ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলায় সরকার অনুমোদিত 73টি বালি খাদান রয়েছে ৷ তার মধ্যে গোপীবল্লভপুরের এক নম্বর ব্লকে রয়েছে 10টি খাদান।

ABOUT THE AUTHOR

...view details