ঝাড়গ্রাম, 23 এপ্রিল : দিনেদুপুরে ঝাড়গ্রামের ছয় নম্বর জাতীয় সড়কের উপরে চলল গুলি (criminals open fire at youth in Jhargram) । এই গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন সুদীপ মহাপাত্র (25) নামে এক যুবক । তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । শনিবার দুপুরে নেতুরা থেকে চন্দ্রীমোড়গামী ছয় নম্বর জাতীয় সড়কের একটি অংশ এই ঘটনা ঘটেছে । ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
আহত সুদীপ মহাপাত্রের বাড়ি চন্দ্রী এলাকার নয়াগ্রাম গ্রামে । সুদীপ স্থানীয় একটি রেশন দোকানের কর্মী । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপ এদিন মোটর সাইকেলে চেপে চন্দ্রীমোড়ের দিক থেকে নেতুরার দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় একটি মোটর সাইকেলে করে দুই দুষ্কৃতী তাঁকে ধাওয়া করে । অভিযোগ, সুদীপকে বারে বারে দাঁড়াতে বলে ওই দুই দুষ্কৃতী । কিন্তু সুদীপ না থামায় প্রথমে শূন্যে এক রাউন্ড ও পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তারা । গুলি লাগে যুবকের কোমরে । গুলি লাগতেই মোটর সাইকেল নিয়ে জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে যান তিনি । এরপর দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে সুদীপকে পিছন থেকে আরও একটি গুলি করে পালায় ।