পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Cricket Tournament: বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের কাছে পরাজিত সক্ষম ক্রিকেটররা - বিশেষভাবে সক্ষমদের জন্য ক্রিকেট প্রতিযোগিতা

ঝাড়গ্রামে আয়োজিত হল বিশেষভাবে সক্ষমদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা ৷ জয়ী বিশেষভাবে সক্ষম খেলোয়াড়ের দলটি (Cricket Tournament in jhargram) ৷

Cricket Tournament
Etv Bharat

By

Published : Dec 3, 2022, 11:09 PM IST

ঝাড়গ্রাম, 3 ডিসেম্বর: বিশেষভাবে সক্ষম হয়েও তাঁরা প্রমাণ করে দিলেন তাঁদের প্রতিভা ৷ শনিবার ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ উপলক্ষ্যে বিশেষ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ঝাড়গ্রাম শহরের আরএমএস ক্রিকেট অ্যাকাডেমি ক্রিকেট মাঠে । যেখানে অংশগ্রহণ করেছিলেন ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট অ্যাসোশিয়েশন ফর দ্যা ডিফারেন্টলি এবেল বোর্ডের বিশেষভাবে সক্ষম খেলোয়াড়রা (cricket tournament held at RMS cricket academy ground) ।

এই প্রতিযোগিতায় একটি দল ছিল বিশেষভাবে সক্ষম এবং অন্য আরেকটি দলে ছিলেন সাধারণ ক্রিকেট খেলোয়াড়রা । কেউ হয়তো জন্মগতভাবে পোলিওর কারণে বিশেষ ভাবে সক্ষম । আবার কেউ দুর্ঘটনাগ্রস্থের কারণে একটি পা হারিয়েছেন। কেউ আবার কানে শুনতে বা মুখে বলতে পারেন না এই সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন । তাঁদের বিরুদ্ধে মাঠে নেমেছিল চন্দননগরের দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা । টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিশেষভাবে সক্ষম ক্রিকেটাররা । দেশবন্ধু স্পোটিং ক্লাবের ক্রিকেটাররা 19 ওভারেই অলআউট হয়ে যান। তাঁদের রান মাত্র 145 । আর বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের দলটি দু‘টি উইকেটে 20 ওভারে 174 রান করে । এই দলের খেলোয়াড় তুষার পাল ৷ যাঁর ডান পা হাঁটুর নিচ থেকে নেই, কাঠের পা লগানো রয়েছে ৷ কিন্তু প্রতিভায় তিনি কোনও অংশে কম নয় ৷

ঝাড়গ্রামে আয়োজিত হল বিশেষভাবে সক্ষমদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা

আরও পড়ুন: বিশ্ব প্রতিবন্ধী দিবসে নিজেদের দাবি আদায়ে পথে বিশেষভাবে সক্ষমরা

পোলিওর কারণে ডান পা বিকল হয়ে আরও এক ক্রিকেটার রমেশ যাদব বলেন, "বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশন ফর দ্যা ডিফারেন্টলি এবেল বোর্ডের পক্ষ থেকে খেলতে এসে খুবই ভালো লাগছে ।'' বোর্ডের সদস্য উৎপল মজুমদার বলেন, "জাতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে এই খেলাটি আয়োজন করা হয়েছে । বাংলার হয়ে আমাদের এই প্রতিযোগীরা বিভিন্ন জায়গায় খেলা প্রদর্শন করেছে এবং তারা দক্ষ খেলোয়াড়, আজকের দিনে তাদের জয় সত্যিই গর্বের ।"

ABOUT THE AUTHOR

...view details