ঝাড়গ্রাম, 3 ডিসেম্বর: বিশেষভাবে সক্ষম হয়েও তাঁরা প্রমাণ করে দিলেন তাঁদের প্রতিভা ৷ শনিবার ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ উপলক্ষ্যে বিশেষ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ঝাড়গ্রাম শহরের আরএমএস ক্রিকেট অ্যাকাডেমি ক্রিকেট মাঠে । যেখানে অংশগ্রহণ করেছিলেন ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট অ্যাসোশিয়েশন ফর দ্যা ডিফারেন্টলি এবেল বোর্ডের বিশেষভাবে সক্ষম খেলোয়াড়রা (cricket tournament held at RMS cricket academy ground) ।
এই প্রতিযোগিতায় একটি দল ছিল বিশেষভাবে সক্ষম এবং অন্য আরেকটি দলে ছিলেন সাধারণ ক্রিকেট খেলোয়াড়রা । কেউ হয়তো জন্মগতভাবে পোলিওর কারণে বিশেষ ভাবে সক্ষম । আবার কেউ দুর্ঘটনাগ্রস্থের কারণে একটি পা হারিয়েছেন। কেউ আবার কানে শুনতে বা মুখে বলতে পারেন না এই সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন । তাঁদের বিরুদ্ধে মাঠে নেমেছিল চন্দননগরের দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা । টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিশেষভাবে সক্ষম ক্রিকেটাররা । দেশবন্ধু স্পোটিং ক্লাবের ক্রিকেটাররা 19 ওভারেই অলআউট হয়ে যান। তাঁদের রান মাত্র 145 । আর বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের দলটি দু‘টি উইকেটে 20 ওভারে 174 রান করে । এই দলের খেলোয়াড় তুষার পাল ৷ যাঁর ডান পা হাঁটুর নিচ থেকে নেই, কাঠের পা লগানো রয়েছে ৷ কিন্তু প্রতিভায় তিনি কোনও অংশে কম নয় ৷