ঝাড়গ্রাম, 8 অগস্ট: ঝাড়গ্রামে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার অর্থাৎ 9 অগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । মঙ্গলবার দুপুর 3টে 55মিনিট নাগাদ ঝাড়গ্রামে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী । ঝাড়গ্রামে আসার পথে গড় শালবনি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখে মমতা তাঁর গাড়ি থামিয়ে নেমে পড়েন । এরপর গড় শালবনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । তাদের পড়াশোনা কেমন হচ্ছে সেই প্রসঙ্গেও জিজ্ঞাসা করেন তিনি । পড়ুয়ারা মমতাকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে ৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে মমতা জানতে চান, এখান থেকে হাইস্কুল কত দূরে রয়েছে । প্রাথমিক বিদ্যালয় পাশ করার পর তাদের হাইস্কুল যেতে কোন সমস্যা হয় কি না । উত্তরে গড় শালবনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত মণ্ডল জানান, মাত্র 2 কিলোমিটার এর মধ্যে দুটো হাইস্কুল রয়েছে । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মন দিয়ে পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী । তারপর গড় শালবনি পর ঝাড়গ্রাম শহরে ঢোকার মুখে সারাদাপীঠ কন্যা গুরুকুল হাইস্কুল দাঁড়িয়ে যান তিনি । সেখানে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানান বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছাত্রীরা ।