ঝাড়গ্রাম, 19 মে : অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম । এই ঝাড়গ্রামে পর্যটনে আরও উন্নত করার জন্য তরুণ সমাজকে এগিয়ে আসার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Gave Message to Youth come Forward with tourism) । দু'দিনের সফরে ঝাড়গ্রাম এসেছেন তিনি । বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন তিনি । প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রামে পর্যটন শিল্পের বিস্তারে এলাকার যুবক-যুবতীদের যুক্ত করার নির্দেশ দেন জেলাশাসককে । প্রশাসনিক বৈঠকের পর এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলীয় কর্মসূচিতে ফের ঝাড়গ্রামে পর্যটনের মান উন্নয়নের কথা তোলেন ।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ট্যুরিজমের জন্য এখানে ছেলেমেয়েরা এগিয়ে আসুন । চিল্কিগড়ের কনকদুর্গার মত এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে । আপনারা দেখেছেন আমরা ঝাড়গ্রাম রাজবাড়ির কাছে ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্স বানিয়ে দিয়েছি । 32টা কটেজ আছে, লোকে জায়গা পায় না । সব সময় ভর্তি থাকে এত মানুষ ঝাড়গ্রামে আসছে । ঝাড়গ্রাম থেকে যে রাস্তাটি ঝিলিমিলি হয়ে মুকুটমণিপুর গিয়েছে সেই রাস্তাটি এত সুন্দর শাল-পিয়ালে ভরা । এত সুন্দর ঝাড়গ্রাম । এখানে আমরা সুন্দর থাকতে চাই, ভাল থাকতে চাই, শান্তিতে থাকতে চাই ৷"