পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কিছুক্ষণ পর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী - ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক মমতা

বৈঠক উপলক্ষ্যে গতকাল সন্ধে নাগাদ বিশেষ কনভয়ে রাজবাড়িতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তিনি রাত্রিযাপন করেন । এরপর আজ দুপুর 2 টো নাগাদ ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

Jhargram
ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 7, 2020, 1:14 PM IST

ঝাড়গ্রাম , 7 অক্টোবর : জঙ্গলমহলের সফরের দ্বিতীয় দিনে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে । এখন বৈঠকের শেষ প্রস্তুতি চলছে ।

বৈঠক উপলক্ষ্যে গতকাল সন্ধে নাগাদ বিশেষ কনভয়ে রাজবাড়িতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তিনি রাত্রিযাপন করেন । এরপর আজ দুপুর 2 টো নাগাদ ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । প্রশাসনিক বৈঠক করার জন্য প্রায়ই দেড় বছর পর ঝাড়গ্রামে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিবার ঝাড়গ্রাম এলে সভা করার পাশাপাশি প্রশাসনিক বৈঠক করেন তিনি । এবারে কোরোনার জন্য প্রশাসনিক বৈঠকের পরিকাঠামো পরিবর্তন করেছে প্রশাসন । জেলা প্রশাসন সূত্রে খবর , সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনিক বৈঠক করার জন্য তেমন বড় ঘর না থাকার কারণে ঝাড়গ্রাম স্টেডিয়ামের মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে । আরও জানা গেছে , প্রশাসনিক বৈঠকে কেবলমাত্র ঝাড়গ্রাম জেলার 57 জন উপস্থিত থাকবেন । ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কয়েকজন আধিকারিক , ঝাড়গ্রাম জেলার তিন জন বিধায়ক , ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, ঝাড়গ্রাম জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ , জেলা পরিষদের দুই মেন্টর , ঝাড়গ্রাম পৌরসভার দুইজন সদস্য , ঝাড়গ্রাম জেলার মোট আটটি ব্লকের আটজন BDO ও আটটি পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিত থাকার কথা রয়েছে । এছাড়াও ঝাড়গ্রাম জেলা শাসকের অফিসে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা । এছাড়া উপস্থিত থাকবেন SDPO-সহ পুলিশের সমস্ত থানার IC ও OC-রা ।

গত কয়েকদিন থেকেই প্রশাসনিক বৈঠকের জন্য ঝাড়গ্রাম স্টেডিয়ামে জোরকদমে প্রস্তুতির কাজ চলছে । ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকার সত্যবানপল্লিতে হেলিপ্যাড রয়েছে । ঝাড়গ্রাম স্টেডিয়াম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক মুখ্য উপদেষ্টা বিবেক সহায়-সহ ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি । মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করার আগে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সের ম্যানেজার , কুক ও সাফাই কর্মীদের আন্টিজেন টেস্ট হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details