কলকাতা, 14 জানুয়ারি : জঙ্গলমহল উৎসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ৷ 24 ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম জঙ্গলমহল উৎসব বন্ধ করার ব্যাপারে জেলা শাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় ৷
করোনা পরিস্থিতিতে মেলা কীভাবে করতে চাইছে রাজ্য, সেই বিষয়ে রাজ্যের আইনজীবীর কাছে রিপোর্ট চেয়েছিলেন প্রধান বিচারপতি । রাজ্যের তরফে জানানো হয়, আগে জঙ্গলমহল উৎসব একটা জায়গায় করা হতো । কিন্তু এবছর পরিস্থিতির কথা মাথায় রেখে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আলাদা করে ছোট ছোট মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্যের বক্তব্য শুনে ঝাড়গ্রাম জেলাশাসককে প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ, আগামী 24 ঘন্টার মধ্যে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হবে ।
করোনা পরিস্থিতিতে জঙ্গলমহল উৎসব বন্ধ রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ঝাড়গ্রামের বাসিন্দা প্রতীক মৈত্র ৷ মামলাকারীর তরফে আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় বলেন, "করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যের স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । সংক্রমণের উপর রাশ টানতে ঝাড়গ্রাম জেলায় 10, 12 ও 14 জানুয়ারি লকডাউন করা হয়েছে ৷ অথচ রাজ্য মেলা করায় অনুমতি দিচ্ছে !"