পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Accident: ঝাড়গ্রামে উলটে গেল যাত্রী বোঝাই বাস, আহত 28

ঝাড়গ্রামে উলটে গেল যাত্রী বোঝাই বাস (Bus overturned) ৷ ঘটনায় এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর না থাকলেও আহত অবস্থায় 28 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Bus Accident
Bus Accident

By

Published : Nov 24, 2022, 1:26 PM IST

ঝাড়গ্রাম, 24 নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রী বোঝাই বাস । আহত 28 জন ৷ আশঙ্কাজনক অবস্থায় যাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঝাড়গ্রাম থানার অন্তর্গত বরিয়া এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কে (Bus Accident) ।

জানা গিয়েছে, সাঁকরাইল ব্লকের রোহিনী থেকে যাত্রী বোঝাই করে বাসটি ঝাড়গ্রাম শহরের দিকে আসছিল । লোধশুলী থেকে 5 নম্বর রাজ্য সড়ক ধরে ঝাড়গ্রাম শহরে আসার পথে বরিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসটি উলটে যায় । বাস দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে ৷ খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায় (Bus loaded with passengers overturned) ।

ঝাড়গ্রামে উলটে গেল যাত্রী বোঝাই বাস

ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ ৷ বাস যাত্রীদের উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাস্থলে পৌঁছন ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো । বাস দুর্ঘটনার সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন মহাকুমা শাসক । হাসপাতালে যান ঝাড়গ্রামের জেলাশাসক সুনীলকুমার আগরওয়াল । প্রত্যক্ষদর্শী উজ্জ্বল পাত্র বলেন, "আমরা স্কুল যাওয়ার পথে দেখি বাসটা উলটে গিয়েছে ৷ তারপর আশেপাশের মানুষ ছুটে আসে ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশ এসেছে ৷"

আরও পড়ুন:স্কুলবাস উলটে আহত 25 পড়ুয়া

জানা গিয়েছে, বাস দুর্ঘটনায় মোট 28 জন যাত্রী ভর্তি রয়েছে হাসপাতালে । তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজন । এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই ।

ABOUT THE AUTHOR

...view details