ঝাড়গ্রাম, 22 ফেব্রুয়ারি: স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষকতা করতেন তিনি । নাম জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় ৷ অবসর নেওয়ার প্রায় 15 বছর পর প্রয়াত হন ওই শিক্ষিকা । স্কুলের উন্নতিকল্পে ওই শিক্ষিকার জমানো প্রায় 2 লক্ষ টাকা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন তাঁর পরিবারের সদস্যরা ৷
ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম বাণীতীর্থ হাইস্কুল (Jhargram Banitirtha High School) । 1960 সালে বাণীতীর্থ সোসাইটির উদ্যোগে প্রথম এই স্কুল শুরু হয় । তার কিছুদিন পরেই সরকারি মান্নতা পায় এই বিদ্যালয় । সেই সময় থেকেই ওই স্কুলে শিক্ষকতা শুরু করেন জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় । তিনি ইতিহাসের শিক্ষিকা ছিলেন । স্কুল শুরু থেকেই তিলে তিলে স্কুলের বড় হয়ে ওঠা সবকিছুরই সাক্ষী তিনি । 2003 সালে অবসর নেন তিনি । অবিবাহিতই ছিলেন ৷ ভাই, ভাইয়ের স্ত্রী ও তাঁদের দুই সন্তানকে নিয়েই ছিল তাঁর পরিবার । 2020 তে 75 বছর বয়সে প্রয়াত হন তিনি ৷