ঝাড়গ্রাম, 30 এপ্রিল: মোবাইল ছেড়ে পড়ুয়াদের মাঠমুখো হওয়ার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শনিবার বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে 66তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ৷ এদিনের অনু্ষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বন রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলাশাসক সুনীল আগরওয়ালা প্রমুখ ৷
রাজ্যের প্রতিটি জেলা থেকে স্কুল পড়ুয়ারা এই ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন ৷ আগামী তিন দিনব্যাপী ফুটবল খেলা চলবে স্টেডিয়ামে ৷ জানা গিয়েছে, রাজ্যের 23টি জেলা থেকে অনূর্ধ্ব 14 বছরে মোট 25টি ফুটবল টিম অংশগ্রহণ করেছে ৷ মোট 730 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় ৷ ঝাড়গ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের মাঠে, সেবায়তন এলাকায়, কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ এবং পুকুরিয়া ফুটবল মাঠে ফুটবল খেলাগুলি অনুষ্ঠিত হবে ।