ঝাড়গ্রাম ও পুরুলিয়া, 27 জানুয়ারি : বিজেপি'র অন্দরের রাজ্যস্তরের ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে জেলাস্তরে ৷ সেই ক্ষোভের আঁচ বৃহস্পতিবার পড়ল ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলা বিজেপি'র অন্দরে (BJP Inner Clash) ৷
ঝাড়গ্রাম জেলা বিজেপির নতুন কমিটি ঘোষণার পরেই ক্ষোভের সৃষ্টি হয়েছিল জেলা নেতৃত্বের একাংশের। পছন্দের নেতারা পদ না-পাওয়ায় সেই ক্ষোভ ছড়ায় দলের নিচু তলার কর্মী সমর্থকদের মধ্যেও ৷ সেই ক্ষোভ থেকেই বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি কর্মীরা । পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে যেসব বিজেপি নেতা-কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য লড়াই করেছে তাঁদের নতুন কমিটি থেকে বাদ দিয়ে বর্তমান জেলা সভাপতির অনুগামীদের নিয়ে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে, মূলত এই অভিযোগকে সামনে রেখেই ক্ষোভ ছড়িয়েছে দলের অন্দরে ৷
বুধবার রাত থেকেই এর প্রভাব চোখে পড়তে শুরু করে । গোপীবল্লভপুরে ওইদিন রাতের বিজেপির দলীয় কার্যালয়ের সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি দলীয় পতাকা খুলে দেন বিজেপি কর্মী-সমর্থকরা । জেলা সভাপতির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন অনেকেই । আর বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ জেলা বিজেপি কার্যালয়ের সামনে এসে ক্ষোভ উগড়ে দেন দলের বিভিন্ন প্রান্তের নেতা-কর্মীরা ৷ জেলা পার্টি অফিসে বসে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল গন্ডগোল শুরু হয় তাঁদের । পার্টি অফিসের ভেতরে ব্যানার ছিঁড়ে ফেলে পার্টি অফিসের ভেতরে থাকা বিজেপি কর্মীদের ধাক্কা দিয়ে বাইরে বার করিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ জেলা বিজেপি সভাপতির নামে স্লোগানও দেওয়া হয় ৷ বিনপুর বিধানসভার বিজেপি নেতা পালন সরেন বলেন, "একটা মেরুদণ্ডহীন জেলা কমিটি গঠন হয়েছে যা দেখে কর্মীরা বিক্ষুব্ধ হয়ে গিয়েছে । নতুন জেলা কমিটি দলটাকে শেষ করে দেবে, না পুনরায় আগের মতো জায়গায় ফিরিয়ে আনবে সেটা তাদের বিষয় ।"