পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Inner Clash : জেলায় জেলায় বিজেপি'র অন্দরে ক্ষোভ, ঝাড়গ্রাম-পুরুলিয়ায় দলীয় কার্যালয়ে পড়ল তালা

নতুন জেলা কমিটি নিয়ে ক্ষুব্ধ বিজেপি কর্মী, সমর্থকরা (BJP workers are angry with the new district party committee) ৷ প্রকাশ্যেই নেতৃত্বের মুণ্ডপাত করছেন ৷

BJP Inner Clash
জেলায় জেলায় বিজেপির অন্দরে ক্ষোভ বাড়ছে

By

Published : Jan 27, 2022, 10:48 PM IST

ঝাড়গ্রাম ও পুরুলিয়া, 27 জানুয়ারি : বিজেপি'র অন্দরের রাজ্যস্তরের ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে জেলাস্তরে ৷ সেই ক্ষোভের আঁচ বৃহস্পতিবার পড়ল ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলা বিজেপি'র অন্দরে (BJP Inner Clash) ৷

ঝাড়গ্রাম জেলা বিজেপির নতুন কমিটি ঘোষণার পরেই ক্ষোভের সৃষ্টি হয়েছিল জেলা নেতৃত্বের একাংশের। পছন্দের নেতারা পদ না-পাওয়ায় সেই ক্ষোভ ছড়ায় দলের নিচু তলার কর্মী সমর্থকদের মধ্যেও ৷ সেই ক্ষোভ থেকেই বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি কর্মীরা । পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে যেসব বিজেপি নেতা-কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য লড়াই করেছে তাঁদের নতুন কমিটি থেকে বাদ দিয়ে বর্তমান জেলা সভাপতির অনুগামীদের নিয়ে নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে, মূলত এই অভিযোগকে সামনে রেখেই ক্ষোভ ছড়িয়েছে দলের অন্দরে ৷

বুধবার রাত থেকেই এর প্রভাব চোখে পড়তে শুরু করে । গোপীবল্লভপুরে ওইদিন রাতের বিজেপির দলীয় কার্যালয়ের সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি দলীয় পতাকা খুলে দেন বিজেপি কর্মী-সমর্থকরা । জেলা সভাপতির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন অনেকেই । আর বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ জেলা বিজেপি কার্যালয়ের সামনে এসে ক্ষোভ উগড়ে দেন দলের বিভিন্ন প্রান্তের নেতা-কর্মীরা ৷ জেলা পার্টি অফিসে বসে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল গন্ডগোল শুরু হয় তাঁদের । পার্টি অফিসের ভেতরে ব্যানার ছিঁড়ে ফেলে পার্টি অফিসের ভেতরে থাকা বিজেপি কর্মীদের ধাক্কা দিয়ে বাইরে বার করিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ জেলা বিজেপি সভাপতির নামে স্লোগানও দেওয়া হয় ৷ বিনপুর বিধানসভার বিজেপি নেতা পালন সরেন বলেন, "একটা মেরুদণ্ডহীন জেলা কমিটি গঠন হয়েছে যা দেখে কর্মীরা বিক্ষুব্ধ হয়ে গিয়েছে । নতুন জেলা কমিটি দলটাকে শেষ করে দেবে, না পুনরায় আগের মতো জায়গায় ফিরিয়ে আনবে সেটা তাদের বিষয় ।"

জেলায় জেলায় বিজেপির অন্দরে ক্ষোভ বাড়ছে, ঝাড়গ্রাম-পুরুলিয়ায় বন্ধ হল দলীয় কার্যালয়

জেলা পার্টি অফিসে তালা দিয়ে বিক্ষোভ করছেন কর্মীরা এই খবর পেয়ে পার্টি অফিসে ছুটে আসেন জেলার প্রাক্তন বিজেপি সভাপতি সুখময় সৎপতি । তিনি বলেন, "ভোটের সময় এই ছেলেরাই তৃণমূলের কাছে মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে । কিন্তু নতুন জেলা কমিটি গঠন হলেও তাঁদের জায়গা না-হওয়ায় তাঁদের ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক । এটা জেলার অভ্যন্তরীণ ব্যাপার যা আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া হবে । আমি জেলা সভাপতিকে বলেছি উনি এলে আলোচনা করা হবে ।"

আরও পড়ুন : বিজেপিতে পিকনিক ডিপ্লোম্যাসি ! বিতর্ক উড়িয়ে জবাব দিলীপের

অন্যদিকে, ক্ষোভের আঁচ ছড়িয়েছে পুরুলিয়া বিজেপি'র অন্দরেও ৷ সদ্য জেলা সভাপতি নির্বাচনের পরই এখানে গোষ্ঠীদ্বন্দের প্রকাশ্যে আসতে শুরু করেছিল । নতুন জেলা সভাপতির বিরুদ্ধে জেপি নাড্ডাকে চিঠি দেওয়ার বিষয়টিও উঠে এসেছিল খবরের শিরোনামে । আর বুধবার পুরুলিয়া জেলা বিজেপি কমিটির আমূল পরিবর্তনের পরই বন্ধ হয়ে গেল জেলা বিজেপি কার্যালয়ের মূল দরজা । রাতারাতি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়ে গেল জেলা বিজেপি কার্যালয়টি । পৌর নির্বাচনের মুখে পুরুলিয়া শহরের দুলমি নডিহায় অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ঝুলছে তালা, শুনশান জেলা বিজেপি কার্যালয় । সেখান থেকে কার্যালয়ের যাবতীয় জিনিসপত্র স্থানান্তর করে নিয়ে যাওয়া হচ্ছে পুরুলিয়া শহরের নিমটাড়ে অবস্থিত বিজেপির পুরোনো দলীয় কার্যালয়ে । পৌর নির্বাচনের মুখে জেলা কমিটি ঘোষণার পরই এভাবে দলীয় কার্যালয়ে তালা পড়ায় অস্বস্তিতে দলীয় নেতৃত্ব ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details