পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Worker Arrested: অভিষেকের কনভয়ে হামলায় গ্রেফতার বিজেপি কর্মী, 6 দিনের সিআইডি হেফাজত - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার বিজেপির সক্রিয় কর্মী জয় মাহাতো ৷ তাঁকে 6 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল আদালত ৷

BJP Worker
ধনঞ্জয় মাহাতো ওরফে জয়

By

Published : May 31, 2023, 8:23 PM IST

অভিষেকের কনভয়ে হামলায় গ্রেফতার বিজেপি কর্মী

ঝাড়গ্রাম, 31 মে:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগে আরও এক কুড়মি আন্দোলনকারীকে গ্রেফতার করল সিআইডি । গ্রেফতার হওয়া কুড়মি আন্দোলনকারীর নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয় । বুধবার জয়কে ঝাড়গ্রামের এজিডি 1 আদালতে পেশ করে সিআইডি । ধৃত কুড়মি আন্দোলনকারী জয় এলাকায় বিজেপির সক্রিয় কর্মী নামে পরিচিত । পৌরসভা নির্বাচনে তিনি 16 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন । নির্দল প্রার্থী নবু গোয়ালার কাছে পরাজিত হয় জয় ।

গত 26 তারিখ গড়শালবনি এলাকায় কুড়মি আন্দোলন করতে দেখা গিয়েছিল জয় মাহাতোকে । যদিও ঝাড়গ্রাম জেলা বিজেপি জয়কে বিজেপির কোন কর্মী-সমর্থক নয় বলেই দাবি করে । তাদের দাবি, বিজেপি এক সর্ববৃহৎ দল সেখানে বহু লোক আসতে পারে ৷ কিন্তু জয় মাহাতো নামে কোন ব্যক্তি তাদের দলে ছিলেন না । তৃণমূলের সরকার চক্রান্ত করে অভিষেকের কনভয়ের হামলার ঘটনার সঙ্গে বিজেপিকে জড়ানোর চেষ্টা করছে বলেও দাবি করেন জেলা বিজেপির এক নেতা । অভিষেকের কনভয়ের উপর হামলার ঘটনায় জয়কে নিয়ে মোট গ্রেফতার হল 10 জন । এ দিন সিআইডির পক্ষ থেকে ঘটনার তদন্তের জন্য জয়কে আট দিনের সিআইডি হেফাজতের আবেদন জানানো হয় । বিচারক 6 দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছেন ।

অভিযুক্তপক্ষের আইনজীবী অশ্বিনী মণ্ডল বলেন, "ওই ঘটনায় জড়িত সন্দেহে জয়কে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল । কেন এমন ঘটনা ঘটানো হল, কোন ব্যক্তির কী ধরনের কাজে যুক্ত ছিল, আর কেউ জড়িত কি না, তাদের কেউ মোটিভেট করেছে কি না, অস্ত্রের সন্ধান, কোথায় ব্লু প্রিন্ট করা হয়েছিল সহ আটটা বিষয় নিয়ে পুলিশ তাদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল আদালতে । কোর্ট 5 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ 6 জুন আদালতে হাজির করানোর নির্দেশ দেওযা হয়েছে তাঁকে । জয় মাহাতো ছাড়া পুলিশ হেফাজতে আর কেউ নেই ৷"

আরও পড়ুন:ধৃত 9 কুড়মি নেতাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ

সরকারি আইনজীবী প্রশান্ত রায় বলেন, "এসসি, এসটি ধারা-সহ ওই দিনের ঘটনায় ধৃত ধনঞ্জয় মাহাতো ওরফে জয় মাহাতোকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷" এছাড়াও জামবনি থানার পুরনো একটি মামলায় জেল হেফাজতে থাকা কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতো এবং শিবাজী মাহাতোকে ঝাড়গ্রামের সিজেএম আদালতে পেশ করা হয় এ দিন ।

ABOUT THE AUTHOR

...view details