ঝাড়গ্রাম, 31 মে:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগে আরও এক কুড়মি আন্দোলনকারীকে গ্রেফতার করল সিআইডি । গ্রেফতার হওয়া কুড়মি আন্দোলনকারীর নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয় । বুধবার জয়কে ঝাড়গ্রামের এজিডি 1 আদালতে পেশ করে সিআইডি । ধৃত কুড়মি আন্দোলনকারী জয় এলাকায় বিজেপির সক্রিয় কর্মী নামে পরিচিত । পৌরসভা নির্বাচনে তিনি 16 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন । নির্দল প্রার্থী নবু গোয়ালার কাছে পরাজিত হয় জয় ।
গত 26 তারিখ গড়শালবনি এলাকায় কুড়মি আন্দোলন করতে দেখা গিয়েছিল জয় মাহাতোকে । যদিও ঝাড়গ্রাম জেলা বিজেপি জয়কে বিজেপির কোন কর্মী-সমর্থক নয় বলেই দাবি করে । তাদের দাবি, বিজেপি এক সর্ববৃহৎ দল সেখানে বহু লোক আসতে পারে ৷ কিন্তু জয় মাহাতো নামে কোন ব্যক্তি তাদের দলে ছিলেন না । তৃণমূলের সরকার চক্রান্ত করে অভিষেকের কনভয়ের হামলার ঘটনার সঙ্গে বিজেপিকে জড়ানোর চেষ্টা করছে বলেও দাবি করেন জেলা বিজেপির এক নেতা । অভিষেকের কনভয়ের উপর হামলার ঘটনায় জয়কে নিয়ে মোট গ্রেফতার হল 10 জন । এ দিন সিআইডির পক্ষ থেকে ঘটনার তদন্তের জন্য জয়কে আট দিনের সিআইডি হেফাজতের আবেদন জানানো হয় । বিচারক 6 দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছেন ।