পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নয়াগ্রামে পদ্মবন ছেড়ে জোড়াফুলে একাধিক নেতা - tmc

বুধবার একটি বড়সড় রাজনৈতিক দলবদলের ঘটনা ঘটল ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকের বালিগেড়িয়া অঞ্চলে । এদিন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও বেশকিছু নির্বাচিত জন প্রতিনিধি এবং রাজনৈতিক কর্মী বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে ।

নয়াগ্রামে পদ্মবন ছেড়ে জোড়াফুল বাগানে একাধিক নেতা
নয়াগ্রামে পদ্মবন ছেড়ে জোড়াফুল বাগানে একাধিক নেতা

By

Published : May 19, 2021, 11:03 PM IST

ঝাড়গ্রাম, 19 মে : নির্বাচনের আগে যেমন দল বদলের হিড়িক ছিল ৷ তেমনই নির্বাচনের পরও দল বদলের হিড়িক চোখে পড়ার মতো ৷ ভোটের আগে জোড়াফুলের থেকে পদ্ম শিবিরে আসার হিড়িক থাকলে, ভোটের পরের চিত্রটা অন্যরকম ৷ পদ্ম ছেড়ে জোড়াফুল শিবিরে যাচ্ছেন নেতা কর্মীরা ৷ একই ছবি দেখা গেল ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকে ৷

রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার ৷ তারপর থেকেই দল বদলের হিড়িক চোখে পড়ার মতো ৷ দিন কয়েক আগে বিধানসভা নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা বিজেপির হয়ে ভোট করিয়েছিলেন, তারাই ভোট পরবর্তী সময়ে তৃণমূলের ছাতার তলায় এসে হাজির হচ্ছেন । সেই ধারাবাহিকতায় বুধবার একটি বড়সড় রাজনৈতিক দলবদলের ঘটনা ঘটল ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকের বালিগেড়িয়া অঞ্চলে । এদিন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও বেশকিছু নির্বাচিত জন প্রতিনিধি এবং রাজনৈতিক কর্মী বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে । এদিন বালিগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত প্রধান সুস্মিতা প্রধান,উপপ্রধান ক্ষুদিরাম মুর্মু, পঞ্চায়েত সদস্য মধু টুডু সহ বেশ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন । এদিন বিজেপি থেকে আসা জনপ্রতিনিধিদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক তথা ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, জেলা তৃণমূলের কো অডিনেটর উজ্জ্বল দত্ত, নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের সভাপতি শ্রীজীব সুন্দর দাস প্রমুখ ।

বিজেপি থেকে তৃণমূলে যোগ একাধিক নেতা কর্মীর

আরও পড়ুন : দ্বিতীয় দফায় ভারতে করোনা-ত্রাণ পাঠাল বাংলাদেশ

যোগদান সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল নেতা শ্রীজীব সুন্দর দাস বলেন, দীর্ঘদিন এই অঞ্চলের প্রধান সমেত সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থেকে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন ৷ আজ দলের সমস্ত নিয়ম মেনে এদের যোগদান করানো হল । অপরদিকে উজ্জ্বল দত্ত বলেন, বিজেপি রাজ্যের মানুষকে যে ডবল ইঞ্জিনের কথা বলছিল আজ বালিগেড়িয়া অঞ্চলের জন প্রতিনিধিরা এতদিন সিঙ্গেল ইঞ্জিন ছেড়ে রাজ্য এবং অঞ্চলে তৃণমূলের ডবল ইঞ্জিন স্থাপন করার জন্য এগিয়ে এলেন ।

ABOUT THE AUTHOR

...view details