পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: কাকে ভোট দেবেন দিলীপ ? তাঁর বুথে তো প্রার্থীই দিতে পারল না বিজেপি - দিলীপের বুথে প্রার্থী দিতে পারল না বিজেপি

দলের সর্বভারতীয় সহ সভাপতির বুথেই প্রার্থী দিল না বিজেপি ! তাহলে পঞ্চায়েতে কাকে ভোট দেবেন দিলীপ ঘোষ ? আর খোদ সাংসদের বুথেই গেরুয়া শিবিরের এহেন হাল কেন ?

ETV Bharat
দিলীপ ঘোষ

By

Published : Jun 19, 2023, 7:35 AM IST

ঝাড়গ্রাম, 19 জুন: বিজেপি সহ-সভাপতি তথা মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে । সেই গ্রামে এবার খোদ দিলীপের বুথেই প্রার্থী দিতে পারল না বিজেপি । দলের সর্বভারতীয় সহ-সভাপতির নিজের গ্রাম এবং বুথে কোনও প্রার্থী খুঁজে না পাওয়ায় মুখ পুড়েছে গেরুয়া শিবিরের ৷ মানুষ যে বিজেপির সঙ্গে নেই তা পরিষ্কার হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছে শাসকদল ।

গোপীবল্লভপুর 2 ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতে মোট আসন 13টি । এর মধ্যে কুলিয়ানা সংসদে রয়েছে 2টি বুথ ।কুলিয়ানার বুথ নম্বর 25 হল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বুথ । এই বুথেই ভোট দেন তিনি ৷ যদিও কেন এই বুথে বিজেপি প্রার্থী দিতে পারল না তা নিয়ে জেলা নেতৃত্ব মুখ খোলেনি । তবে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম দলের সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করে বলেছেন, "এই বিষয় নিয়ে জেলার সংগঠনের দায়িত্বে যারা আছেন তাঁরা জানিয়েছিলেন সব জায়গায় প্রার্থী বাছাই হয়ে গিয়েছে । কিন্তু দিলীপবাবুর বুথে যে প্রার্থী দেওয়া যায়নি সেই বিষয় নিয়ে দলের কেউ আমাকে কিছু বলেনি । এটা পুরোটাই দলের সাংগঠনিক দুর্বলতা । মনোনয়নের সময় জেলার সব ব্লক অফিসে গিয়েছিলাম তখনও কেউ জানায়নি ।"

অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতোকে ফোন করলে তিনি ফোন ধরেননি । তবে গোপীবল্লভপুর বিজেপির মণ্ডল সভাপতি তাপস শুই বলেন, "একটি বুথ বাদ দিয়ে সব বুথেই প্রার্থী দেওয়া হয়েছে । ওই বুথ এলাকায় বালি নিয়ে সমস্যা রয়েছে । সেই কারণে প্রার্থী ঠিক করেও মনোনয়ন দেওয়া হয়নি । তবে গ্রাম পঞ্চায়েত এবারেও দখলে থাকবে বিজেপির । দিলীপ ঘোষকে সম্মান করি ।"

গোপীবল্লভপুর 2 ব্লকের তৃণমূলের সভাপতি টিঙ্কু পালের কথায়, "দিলীপ ঘোষের নিজের বুথেই বিজেপি প্রার্থী দিতে পারেনি । এর থেকে তো স্পষ্ট বোঝা যায় মানুষ বিজেপিকে বিশ্বাস করে না ।" উল্লেখ্য, কুলিয়ানা বুথে মোট আসন 13টি । এখানে বিজেপি 12টি আসনে মনোনয়ন জমা দিয়েছে । 2013 সালে এই কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে । তখন বিরোধী বলতে ছিল সিপিএম । এরপর 2018 সালে 10 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে ক্ষমতায় আসে বিজেপি । 8 সদস্য বিজেপির, একটি তৃণমূল ও একটি নির্দল ছিল । সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি । কিন্তু পঞ্চায়েত নির্বাচনে সাংসদের নিজের গ্রামের বুথে বিজেপি প্রার্থী দিতে না পারায় বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে ।

আরও পড়ুন: 'বস কৌন হ্যায় মালুম হ্যায় কেয়া...', মমতা-সাম্রাজ্যের হাতবদলের ফল কী হবে ?

ABOUT THE AUTHOR

...view details