পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Birbaha Hansda: মন্ত্রিসভায় দায়িত্ব বৃদ্ধির পর ঝাড়গ্রামে ফিরলেন বীরবাহা - West Bengal Minister Birbaha Hansda

বুধবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণে দায়িত্ব বেড়েছে বীরবাহা হাঁসদার ৷ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন তিনি (West Bengal Minister Birbaha Hansda)৷

Birbaha Hansda in Jhargram
ঝাড়গ্রামে ফিরলেন বীরবাহা

By

Published : Aug 4, 2022, 9:48 PM IST

ঝাড়গ্রাম, 4 অগস্ট: "এলাকাকে শান্তিতে রাখতে আমার পাশে থাকবেন"। বুধবার রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বীরবাহা হাঁসদা ৷ আগে থেকেই তিনি রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ৷ নতুন দায়িত্ব পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রামে ফেরেন বীরবাহা (West Bengal Minister Birbaha Hansda) ৷ স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, "এলাকাকে শান্তিতে রাখতে আমার পাশে থাকবেন" ।

এদিন সন্ধ্যায় ঝাড়গ্রামের মাটিতে পা রাখার পর ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন বীরবাহা হাঁসদা । এদিন তাঁকে সংবর্ধনা দিতে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

মন্ত্রিসভায় দায়িত্ব বৃদ্ধির পর ঝাড়গ্রামে ফিরলেন বীরবাহা

আরও পড়ুন: ভূস্বর্গের শিকারা হোক বা আন্দামানের অ্যাডভেঞ্চার, সবই মিলবে মেদিনীপুরে

এদিন বীরবাহা তাঁর মন্ত্রিত্বের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আমি আশা করব আপনারা এভাবে আমার পাশে থাকবেন । আমি ঝাড়গ্রামের প্রত্যেকটা মানুষের পাশে থেকে কাজ করতে চাই । প্রতিটা মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা তা আমি পৌঁছে দিতে চাই । মানুষের কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, আশা করি আগামিদিনে আপনারা আমার পাশে এভাবেই থাকবেন । উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং এই এলাকাকে শান্তিতে রাখার জন্য সব সময় আমার পাশে থাকবেন।"

ABOUT THE AUTHOR

...view details