পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Birbaha Hansda: সাঁওতালি ভাষা দিবসে পরিবহণমন্ত্রীর ধামসার তালে কোমর দোলালেন আরেক মন্ত্রী বীরবাহা - পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

পরিবহণমন্ত্রীর ধামসার সঙ্গে নাচলেন স্বনির্ভর-স্বনিযুক্তি দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা(Birbaha Hansda)৷ বৃহস্পতিবার ঝাড়গ্রামে সাঁওতালি ভাষা দিবসের অনুষ্ঠানে দেখা গেল এমনই ছবি ৷

ETV Bharat
ধামসার তালে নাচলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা

By

Published : Dec 22, 2022, 6:56 PM IST

পরিবহণমন্ত্রী ধামসার তালে পা মেলালেন বীরবাহা হাঁসদা

ঝাড়গ্রাম, 22 ডিসেম্বর: সাঁওতালি ভাষা বিজয় দিবসের অনুষ্ঠানে বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ধামসার তালে পা মেলাতে দেখা গেল আরেক মন্ত্রী বীরবাহা হাঁসদাকে(Birbaha Hansda danced with Dhamsa tune of Transport Minister Snehasis Chakraborty)। এদিন ঝাড়গ্রাম জেলার বিনপুর 1 নম্বর ব্লকের আদিবাসী ঐক্য মঞ্চের পক্ষ থেকে 20তম সাঁওতালি ভাষা দিবস পালন করা হয় দহপাল ফুটবল ময়দানে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও স্বনির্ভর-স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস এবং নারী ও শিশু সুরক্ষা কমিটির সদস্য নিয়তি মাহাতো ।

সিধু-কানহুর মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি এদিন আদিবাসী সমাজের রীতি মেনে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ মঞ্চে বিশিষ্টদের বরণ করা হয় । এদিনের অনুষ্ঠানে স্নেহাশিস চক্রবর্তী বলেন, "2003 সালে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করা হয় সাঁওতালি ভাষাকে । তাই প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় । 2001 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার সাঁওতালি ভাষার জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির কাজ ছিল রাজ্যে সাঁওতালি ভাষাকে মর্যাদা দিতে হবে । কিন্তু সেই কমিটি 2011 সাল পর্যন্ত আলো দেখেনি । 2011 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁওতালি ভাষাকে রাজ্যে স্বীকৃতি দেন। 2013 সালে আদিবাসী উন্নয়ন পর্ষদ গঠন করা হয় । আদিবাসী সংস্কৃতি এবং ভাষাকে তুলে ধরার ও সংরক্ষণ করার কাজ করবে ।"

আরও পড়ুন :ঝাড়গ্রামে প্রথম শুরু হল সাঁওতালি বইমেলা

ABOUT THE AUTHOR

...view details