ঝাড়গ্রাম , 23 মার্চ: শনিবার থেকে শুরু বিধানসভা নির্বাচন ৷ তার আগে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের ৷ গোপীবল্লভপুরের নয়াগ্রাম 9 নম্বর রাজ্য সড়কের উপর হাঁড়ি, কলসি রেখে অবরোধ করলেন গ্রামবাসীরা ৷ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে । পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় দু'ঘণ্টা পর পথ অবরোধ উঠে যায় ৷
গ্রামবাসীদের অভিযোগ , লোহামালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে । সমস্যা সমাধানের জন্য প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও সমস্যার সুরাহা হয়নি । গরম পড়লেই এলাকার নলকূপ এবং পাতকুয়ো প্রায় শুকিয়ে যায় । পানীয় জলের জন্য ভরসা করতে হয় পার্শ্ববর্তী গ্রাম বা খালের জলের উপর ।
দিলীপ মান্ডি, সরলা হাঁসদার মতো গ্রামবাসীরা বলেন, ‘‘এখানে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা রয়েছে । পানীয় জলের সুব্যবস্থার জন্য প্রশাসনকে বারংবার বলা হয়েছে । তারপরও সমস্যার সমাধান মেলেনি ৷ বাধ্য হয়ে পথ অবরোধ করা হয়েছে ।’’
পানীয় জলের দাবিতে গোপীবল্লভপুরে পথ অবরোধ গ্রামবাসীদের এ প্রসঙ্গে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র বলেন, "লোহামালিয়া গ্রামের জন্য একটি পানীয় জলের প্রকল্প চালু হয়েছিল ৷ কিন্তু ইতিমধ্যে তাতে জল না থাকায় সমস্যা তৈরি হয়েছে। সদ্য একটি নতুন প্রকল্পের ওয়ার্ক অর্ডার বের হলেও ভোট ঘোষণা হতে কাজ করা যায়নি। কিন্তু সমস্যার গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে পুরানো কলগুলো সারাই করে পানীয় জলের ব্যবস্থা করা হবে"।
আরও পড়ুন :বিজেপির পথসভার পরেই পানীয় জল বন্ধের অভিযোগ