ঝাড়গ্রাম, 21 মার্চ : গালিগালাজকে কেন্দ্র করে ভোটের মুখে ঝাড়গ্রামে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর । ঘটনায় গুরুতর জখম আরও এক বিজেপি কর্মী । ঘটনাটি রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম থানার আগুইবনি গ্রাম পঞ্চায়েতের নেতুরা গ্রামের ঘটে । জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম দুর্গা সরেন (55) ৷ তাঁর বাড়ি পিন্ডরা গ্রামে এবং আহত বিজেপি কর্মীর নাম তারক সাউ, তাঁর বাড়ি নেতুরায় ।
স্থানীয়দের দাবি, এদিন দুপুরে মৃত তৃণমূল কর্মী দুর্গা সরেন ও তাঁর স্ত্রী ডাক্তার দেখানোর জন্য নেতুরা গিয়েছিলেন । সেই সময় স্থানীয় কিছু বিজেপির লোকজন তাঁদের অকথ্য ভাষায় গালাগালি করেন । ঘটনার জেরে এদিন সন্ধ্যায় নেতুরা বাসস্ট্যান্ডে কিছু তৃণমূল কর্মী ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্যের ভাই তারক সাউকে মারধর করে দু’টি হাত ভেঙে দেন । তারককে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে দুর্গা সরেনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে আসা হয় । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুর্গাকে মৃত বলে ঘোষণা করেন । কী কারণে দুর্গার মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ইতিমধ্যেই রাজনীতির উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে ঝাড়গ্রামে । ঘটনার জেরে এদিন সন্ধ্যায় নেতুরা গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ঝাড়গ্রামের পুলিশ সুপার । হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ।