পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ , ভাঙচুর পাঁচটি মোটরবাইক - assembly election 2021

পথ অবরোধ করে বিজেপি । পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে বিজেপির লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে । ওই সময় তৃণমূলের লোকজন জামদার হরিমঞ্চের কাছে পৌঁছায় । এরপরই তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে । ইট, কাঁচের বোতল দু’পক্ষই একে অপরের দিকে উদ্দেশ্যে করে ছুড়ে ।

clash between bjp and tmc
clash between bjp and tmc

By

Published : Mar 28, 2021, 11:04 PM IST

ঝাড়গ্রাম, 28 মার্চ : ভোটের পর তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ঝাড়গ্রামের জামদা এলাকা । দুইপক্ষের মধ্যে ছোড়া হয় ইট-পাটকেল । ভাঙচুর করা হয় পাঁচটি মোটরবাইকও । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় ।

রবিবার দুপুরে জামদা 4 নম্বর ওয়ার্ডে দুই ভাই মন্টু রানা ও সন্টু রানা । মন্টু তৃণমূলের কর্মী । সন্টু বিজেপি কর্মী । দাদা মন্টু রানা পেশায় ট্রলি চালক এবং মন্টুর স্ত্রী 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সক্রিয় কর্মী । দুই ভাইয়ের মধ্যে পুরানো বিবাদ । এদিনও দু’জনের মধ্যে বিবাদ বাধে । সন্টু বিজেপি করে এবং ঘরে ঝামেলা করার জন্য তৃণমূলের লোকজন এলাকায় জড়ো হয় । সন্টুকে মারার জন্য মন্টুকে সমর্থন করে তৃণমূল সমর্থকরা । সন্টু গোপনে পালিয়ে চলে আসে জামদা হরিমঞ্চের সামনে 4 নম্বর ওয়ার্ডের বিজেপির নেতা দেবা পালের বাড়িতে আশ্রয় নেয় । সেই অবস্থায় তৃণমূলের লোকেরা দেবার বাড়িতে পৌঁছে পরিবারের লোকের উপর হামলা চালায় । বিষয়টি দেবা পাল বিজেপির জেলা নেতৃত্বকে জানায় ।

ঝাড়গ্রামের বিজেপির প্রার্থী সুখময় শতপথি সহ বিজেপির কর্মীরা দেবার বাড়িতে পৌঁছায় । দেবার ঘরের সামনে পথ অবরোধ করে তারা । পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে বিজেপির লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে । ওই সময় তৃণমূলের লোকজন জামদার হরিমঞ্চের কাছে পৌঁছায় । এরপরই তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে । ইট, কাঁচের বোতল দু’পক্ষই একে অপরের দিকে উদ্দেশ্যে করে ছুড়ে । পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের একটি সেলও ফাটায় পুলিশ । কিন্তু পুলিশ লাঠি চার্জ করেননি । বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁচ্ছে পরিস্থিতি সামাল দেন ।

ABOUT THE AUTHOR

...view details