ঝাড়গ্রাম, 14 এপ্রিল : দলিত সমাজকে ভিখারি বলায় এবার সুজাতা মণ্ডল খাঁ-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি ঝাড়গ্রাম জেলা বিজেপি নেতৃত্বের ৷ ঝাড়গ্রাম জেলা শাসকের দফতরের মাধ্যমে সেই চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন ঝাড়গ্রামের বিজেপি সভাপতি তুফান মাহাতো ৷ সুজাতা মণ্ডল খাঁ-র বিরুদ্ধে সুব্যবস্থা নিতে আর্জি জানিয়ে হলফনামা জমা দিয়েছেন তাঁরা ৷
দলিতদের নিয়ে সুজাতার মন্তব্যে প্রতিবাদে ডেপুটেশন বিজেপির - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
সুজাতা মণ্ডল খাঁ-র দলিত সমাজকে ভিখারি বলায়, এবার রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়ে ডেপুটেশন জমা দিল ঝাড়গ্রাম বিজেপি নেতৃত্ব ৷ আজ জেলা শাসকের দফতরে সেই চিঠি জমা দেন ঝড়গ্রামের বিজেপি সভাপতি তুফান মাহাতো ৷
সুজাতা মণ্ডল খাঁ-র দলিতদের ভিখারি বলার প্রতিবাদে রাষ্ট্রপতিকে ডেপুটেশন বিজেপির
আরও পড়ুন : সুজাতার তপশিলি মন্তব্যে কুশপুত্তলিকা দাহ বিজেপির
আজ এই ডেপুটেশন জমা দিয়ে বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি অভিযোগ করেন, ‘‘বাংলায় তৃণমূলের 10 বছরের অপশাসনের ফলে দলিত সমাজ লাঞ্ছিত ও অবহেলিত । সুজাতা মণ্ডল খাঁ দলিতদের ভিখারি বলেছেন । তাঁর সেই মন্তব্য এখনও পর্যন্ত খণ্ডন করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলিত সমাজকে ভোটব্যাঙ্কে রূপান্তরিত করা হয়েছে । তারই প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির এই ডেপুটেশন চলছে ।