ঝাড়গ্রাম, 23 জুলাই: মোবাইলের যুগে ধর্মীয় সংস্কৃতি থেকে বিমুখ হয়ে পড়ছে ছোট ছেলেমেয়েরা ৷ তাই তাদের ধর্মীয় সংস্কৃতি সঙ্গে পরিচয় করাতে ঝাড়গ্রাম শহরে প্রথমবার অনুষ্ঠিত হল 'বালকা কাবড় যাত্রা' ৷ অর্থাৎ বালকদের বাঁকে জল নিয়ে যাত্রা । রবিবার সকালে ঝাড়গ্রাম শহরে ছোট ছোট ছেলেমেয়েরা সেই যাত্রায় অংশ নিয়েছিল ৷ জামদা এলাকার হনুমান মন্দির থেকে বাঁকে করে জল নিয়ে খুদেরা প্রায় দু'কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দেয় ৷ তারা এরপর বলরামডিহি এলাকার লক্ষ্মীনারায়ণ মন্দিরে শিবের মাথায় জল ঢালে ।
তবে খুদেদের এই পথ যাত্রায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ছোট্ট দুই শিব ও পার্বতী ৷ সুন্দর পোশাকে সাজানো হয়েছিল তাদের । এদিনের অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের সঙ্গে অংশ নিয়েছিল তাদের মায়েরাও । এক খুদের মা ও অনুষ্ঠানের উদ্যোক্তা সঙ্গীতা আগরওয়াল বলেন, "আমাদের ধর্মীয় সংস্কৃতি আচার-আচরণ ও রীতিনীতি ছোট্ট থেকেই এই শিশুদেরকে শেখানোর চেষ্টা করছি ৷ আর সেজন্যই আমাদের আজকের এই উদ্যোগ ।"