পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Athila Bertha in Jhargram: সুস্থ থাকতে সাইকেল চালানোর বার্তা নিয়ে ঝাড়গ্রামে হাঙ্গেরির বার্থা - Athila Bertha in Jhargram from Hungary

শরীরকে তরতাজা রাখতে সাইকেল চালানোর একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই বার্তা (Cycling to Keep the Body Healthy) সাধারণ মানুষকে ছড়িয়ে দেওয়ার জন্য সুদূর ইউরোপ মহাদেশের হাঙ্গেরি থেকে সাইকেল চালিয়ে ঝাড়গ্রামে পৌঁছেছেন অ্যাথিলা বার্থা নামের এক যুবক।

Jhargram Story
শরীরকে সুস্থ রাখতে সাইকেল চালানোর অ্যাথিলা বার্থার

By

Published : Nov 3, 2022, 3:35 PM IST

ঝাড়গ্রাম, 3 নম্ভেম্বর:অ্যাথিলা বার্থা (Athila Bertha) ইতিমধ্যেই 11টি দেশ সাইকেলে ভ্রমণ করেছেন এবং প্রত্যেকটি দেশেই তিনি সাধারণ মানুষকে সাইকেল চালানোর গুরুত্ব প্রসঙ্গে অবগত করছেন ৷ পাশাপাশি বর্তমান যুগে যানবাহনের ব্যবহার করা হচ্ছে তার ফলে প্রচুর দূষণ ছড়াচ্ছে সেই দূষণ থেকে পরিবেশকে মুক্ত রাখার জন্য মানুষজনকে সাইকেল চালানোর জন্য অনুরোধ জানিয়েছেন অ্যাথিলা বার্থা (Jhargram Story)।

পাকিস্তান হয়ে লেহ-লাদাখ (Leh Ladakh) দিয়ে ভারতে পৌঁছেছেন তিনি । সেখান থেকে সাইকেলে পাড়ি দিয়েই কলকাতা । কলকাতা থেকে রওনা দিয়ে তিনি ঝাড়গ্রাম পৌঁছন মঙ্গলবার বিকেলে। ঝাড়গ্রাম সাইকেল রাইডার্সের পক্ষ থেকে অ্যাথিলা বার্থাকে সংবর্ধনা জানিয়ে তার রাত্রিযাপনের ব্যবস্থা করা হয় একটি বেসরকারি অতিথিশালায়। বুধবার অ্যাথিলা বার্থা ঝাড়গ্রাম রাজবাড়ি ঘুরে গোপীবল্লভপুর হয়ে ওড়িশায় চলে যান ।

তাঁর পরিকল্পনা রয়েছে, ওড়িশা দিয়ে কন্যাকুমারী পর্যন্ত সাইকেলে যাওয়া এবং পথ চলতি মানুষকে দূষণমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া। ঝাড়গ্রাম সাইকেল রাইডার্সের অন্যতম সদস্য গোপাল মাইতি বলেন, "ইউরোপ মহাদেশের হাঙ্গেরি থেকে অ্যাথিলা বার্থা এসেছেন। দূষণমুক্ত পরিবেশ গঠনের বার্তা দেওয়ার পাশাপাশি জঙ্গলমহলের আমেজে মেতে উঠেছেন তিনি। তাঁর সঙ্গে এদিন আমরা সারাদিন সাইকেল চালাব ৷ এটা আমাদের কাছে গর্বের বিষয়। তিনি ইতিমধ্যে 11টি দেশের মধ্য দিয়ে সাইকেলে ভ্রমণ করেছেন।"

শরীরকে সুস্থ রাখতে সাইকেল চালানোর অ্যাথিলা বার্থার

আরও পড়ুন:ক্তদানের বার্তা নিয়ে সাইকেলে প্রয়াগরাজ পৌঁছলেন হুগলির জয়দেব

এদিন ঝাড়গ্রাম রাজবাড়ি পৌঁছতেই অ্যাথিলা বার্থাকে স্বাগত জানান ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব। দীর্ঘক্ষণ গল্প, আলাপ-আলোচনার মধ্য দিয়ে ঝাড়গ্রাম রাজবাড়ির ইতিহাস সম্পর্কে নানা তথ্য তুলে দেন অ্যাথিলা বার্থার হাতে ৷ বিক্রমাদিত্য মল্লদেব বলেন, "ঝাড়গ্রামের একটি ইতিহাস রয়েছে, ভৌগলিক অবস্থান অনুযায়ী এটি খুব সুন্দর জায়গা এই জায়গার টানে দূর-দূরান্তের বহু মানুষ এখানে বেড়াতে আসেন। আমি চাইব ওনার হাত ধরে যেন আরও বহু বিদেশি ঝাড়গ্রামে আসুক।" অ্যাথিলা বার্থা এদিন বলেন, "দূষণমুক্ত সমাজ গড়তে এবং মানুষকে শারীরিক ও মানসিক দিক থেকে তরতাজা থাকতে সাইকেল চালানোর বার্তা দিতে আমি ঘুরে বেড়াচ্ছি । আমার ছোট থেকে স্বপ্ন ছিল সাইকেলে চড়ে বিশ্ব ভ্রমণের।"

ABOUT THE AUTHOR

...view details