ঝাড়গ্রাম, 10 ডিসেম্বর: আবাস যোজনার (PMAYG) বাড়ির সমীক্ষা করতে গিয়ে গত সোমবার ঝাড়গ্রামে এক আশা কর্মী (ASHA Worker Harassed) আক্রান্ত হয়েছিলেন ৷ সেই ঘটনায় কমল মাহাতো নামে একজন স্পেশাল হোমগার্ডকে (Special Home Guard) গ্রেফতার হয়েছে । শনিবার ঝাড়গ্রাম আদালত (Jhargram Court) অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ৷
গত সোমবার ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের বড়বাড়ি গ্রামে ঘটনাটি । ওইদিন আবাস যোজনার বাড়ির সমীক্ষা করতে এলাকায় গিয়েছিলেন কাকলি মাহাতো নামে এক আশা কর্মী ৷ সঙ্গে ছিলেন এক সিভিক ভলান্টিয়ার এবং মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
অভিযোগ, বড়বাড়ি গ্রামে সমীক্ষা করার সময় নয়াগ্রাম থানায় কর্তব্যরত কমল মাহাতো নামে এক স্পেশাল হোমগার্ড আবাস যোজনার বাড়ির তালিকা দেখার জন্য জোরাজুরি করতে থাকেন । তাঁর দাবি ছিল যে তাঁর স্ত্রীর নাম প্রথমে তালিকায় ছিল, কিন্তু পরে তা বাদ দেওয়া হয় ৷ কিন্তু তাঁকে তালিকা দেখাননি কাকলি মাহাতোরা ৷ অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কমল মাহাতো ৷ তিনি প্রথমে কাকলিদের কটাক্ষ করেন ৷ তার পর কাকলির হাতে থাকা নথি ছিঁড়ে দেন ৷ কাকলিকে হেনস্তাও করেন ৷