পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Death : পূর্ণবয়স্ক হাতির মৃত্যু ঝাড়গ্রামে, কারণ খতিয়ে দেখছে বনদফতর - হাতি

সকালে উঠে গ্রামবাসীরা দেখেন ধান চাষের জমিতে পড়ে রয়েছে নিথর হাতির দেহ ৷ খবর যায় বনদফতরের কাছে ৷ তারা এসে নিয়ে যায় হাতির মৃতদেহ ৷

হাতির মৃতদেহ
হাতির মৃতদেহ

By

Published : Nov 11, 2021, 11:02 AM IST

Updated : Nov 11, 2021, 12:04 PM IST

ঝাড়গ্রাম, 11 নভেম্বর : ফের পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু হল জঙ্গলমহলে । ঘটনাটি ঘটেছে ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়েতে ৷ বনদফতর সূত্রে খবর, মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক 10-12 বছর ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নয়াগ্ৰামের ছোট ঝরিয়া গ্রামের ধান জমির পাশে পুরুষ হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । স্থানীয়রা বনদফতরে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে হাতির দেহটি উদ্ধার করে নিয়ে যান ৷ পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যুর কারণ জানার জন্য শুরু হবে বলে জানা গিয়েছে ।

ঝাড়গ্রামের ছোট ঝরিয়া গ্রামে পূর্ণবয়স্ক হাতির মৃত্যু

আরও পড়ুন : Elephant Tranquilized: ওড়িশায় ঘুমপাড়ানি গুলিতে কাবু উন্মত্ত হাতি

তবে জঙ্গলমহলে বারবার হাতি মৃত্যুর ঘটনায় যথেষ্ট চিন্তিত পশুপ্রেমীরা । অন্যদিকে চাষিদের বিরুদ্ধে অভিযোগ, হাতির আক্রমণ থেকে ফসল বাঁচাতে চাষিরা প্রায়শই জঙ্গল লাগোয়া চাষের জমি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রাখেন । এটা হাতি তো বটেই, মানুষের জন্যও মরণফাঁদ ৷ এক্ষেত্রে তেমন কিছু ঘটেছে কিনা, তা তদন্ত করে জানার চেষ্টা করছে বনদফতর এবং পুলিশ-প্রশাসন ।

Last Updated : Nov 11, 2021, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details