ঝাড়গ্রাম, 26 জুন: বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার ওসির বিরুদ্ধে । সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । যার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুঁয়া গ্রামে ।
আহত বিজেপি প্রার্থীকে নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সোমবার রাতেই তাঁকে দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো । জানা গিয়েছে, সোমবার দুপুরে এলাকায় হট্টগোল হচ্ছে শুনে ঘর থেকে বেরিয়েছিলেন ঝাড়গ্রামের সাঁকরাইলের 11 নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতো ।
সেই সময় পুলিশের সঙ্গে প্রথমে বচসায় জড়ান ওই বিজেপি প্রার্থী । এরপরই বিজেপি প্রার্থীকে কর্তব্যরত পুলিশকর্মীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মারধরের ভিডিয়ো ভাইরাল সোশাল মাধ্যমে। আহত অবস্থায় শুভঙ্কর মাহাতো নামে ওই বিজেপি প্রার্থীকে উদ্ধার করে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । আক্রান্তের পরিবারের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর্ব থেকে মনোনয়ন প্রত্যাহারের জন্য বিজেপি প্রার্থীকে চাপ দিতে থাকে পুলিশ । একাধিকবার ধমকানোও হয় তাঁকে । সোমবার দুপুরে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ তাদের মারধর করে ৷ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায় ।