শালবনী, 28 মে : শালবনীতে আক্রান্ত এক বিজেপি কর্মী সমর্থক ও তার পরিবার । অভিযোগ শুধু মাত্র বিজেপি সমর্থক বলেই তাঁদের উপর হামলা করা হয়েছে ৷ ভোটের ফলাফল বেরানোর পর থেকেই বাড়িছাড়া ছিলেন তিনি ৷ 24 দিন পর ফিরলে তাঁর বাড়িতে হামলা করা হয় ৷ অভিযোগ, তাঁর বৃদ্ধ মাকেও হেনস্থা করা হয় ৷ ভেঙে দেওয়া হয় তাঁর ছেলের হাত ৷ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল ।
প্রসঙ্গত ভোট গণনার দিন থেকেই শালবনী দেবগ্রাম দু'নম্বর অঞ্চলের পাথরঘাটা গ্রামের বাসিন্দা বিজেপি সমর্থক সৈয়দ জাকির আলি বাড়িছাড়া ছিলেন ৷ 25 মে বাড়ি ফেরেন তিনি ৷ অভিযোগ, সেদিন রাত্রে তাঁর বাড়িতে চড়াও হয় তৃণমূল সমর্থকরা ৷ তাঁর বৃদ্ধ মা-বাবাকে হেনস্থা করা হয় ৷ রেহাই পায়নি জাকিরের 9 বছরের ছেলেও ৷ অভিযোগ তার হাত ভেঙে দেওয়া হয় ৷