পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপেক্ষার অবসান, 11 মাস পর ঝাড়গ্রামে চালু হল লোকাল ট্রেন - after 11 months local train service resumed in jhargram

দীর্ঘ প্রায় 11 মাস পর খড়গপুর-টাটানগর রুটে চালু হল লোকাল ট্রেন। লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি জঙ্গলমহলের বাসিন্দারা। এতদিন লোকাল ট্রেন চালু না হওয়ায় তাদের খরচ বেড়ে গিয়েছিল স্থানীয় ব্যবসায়ীদের। তাই তাঁদের দীর্ঘদিনের আবেদন ছিল, লোকাল ট্রেন অবিলম্বে চালু করার।

অপেক্ষার অবসান, 11 মাস পর ঝাড়গ্রামে চালু হল লোকাল ট্রেন
অপেক্ষার অবসান, 11 মাস পর ঝাড়গ্রামে চালু হল লোকাল ট্রেন

By

Published : Feb 2, 2021, 7:40 PM IST

ঝাড়গ্রাম, 2 ফেব্রুয়ারি : অপেক্ষার অবসান। অবশেষে দীর্ঘ প্রায় 11 মাস পর খড়গপুর-টাটানগর রুটে চালু হল লোকাল ট্রেন। প্রথম লোকাল ট্রেন এসে পৌঁছাল 45 মিনিট দেরিতে। তবে লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি জঙ্গলমহলের বাসিন্দারা।

করোনা সংক্রমণের জেরে গত 2020 সালের মার্চ মাসের 22 তারিখ থেকে গোটা দেশে লকডাউন শুরু হয়। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। গত 3 মাস আগে একটি মাত্র টাটা-হাওড়া স্টিল সুপারফাস্ট এক্সপ্রেস চালু হয়েছে। তবে একটি ট্রেন চালু হলেও লোকাল ট্রেন না চলায় অসুবিধার সম্মুখীন হচ্ছিল জঙ্গলমহলের সাধারণ মানুষ। একমাস আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লোকাল ট্রেন চালু হলেও ঝাড়গ্রাম জেলা লোকাল ট্রেন থেকে বঞ্চিত ছিল এতদিন।

তবে 2 ফেব্রুয়ারি থেকে লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি ঝাড়গ্রামবাসী। লোকাল ট্রেনের সময় ছিল 10.36৷ কিন্তু প্রায় 45 মিনিট পর 11.21 মিনিটে টাটা-খড়্গপুর লোকাল ট্রেনটি ঝাড়গ্রামে এসে পৌঁছায়।এই লোকাল ট্রেন চালু হওয়ায় স্বভাবতই খুশির জঙ্গলমহলবাসী৷ বিশেষ করে জঙ্গলমহলের বহু বাসিন্দা তাঁদের শাকসবজি-সহ ছোটখাটো ব্যবসা যাঁরা দোকানের জিনিসপত্র কিনে আনা ও বিক্রি করার জন্য লোকাল ট্রেনের উপর ভরসা করে এবং তাতে অনেক ক্ষেত্রেই সুবিধা হয়।

এর ফলে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট খরচ কম হয় তাঁদের। এতদিন লোকাল ট্রেন চালু না হওয়ায় তাদের খরচ বেড়ে গিয়েছিল স্থানীয় ব্যবসায়ীদের। তাই তাঁদের দীর্ঘদিনের আবেদন ছিল, লোকাল ট্রেন অবিলম্বে চালু করার। আর সেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে জঙ্গলমহলে চালু হল লোকাল ট্রেন।

আরও পড়ুন :ঝাড়খণ্ড পার্টি নরেনের সঙ্গে সমঝোতা বাম-কংগ্রেসের

জঙ্গলমহলের মানুষজন প্রতিদিন জিনিসপত্র কেনা বেচার ক্ষেত্রে সমস্যায় ভুগছিলেন। এ ক্ষেত্রে সরকারের উদ্যোগ তাদের ব্যবসা-বাণিজ্যে অনেকটাই সুবিধা হবে বলেই মনে করছে আপামর জঙ্গলবাসী।

ABOUT THE AUTHOR

...view details