পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rail Blockade in Jhargram: দক্ষিণ-পূর্ব রেলে অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযানের, চরম ভোগান্তি যাত্রীদের - Adivasi Sengel Abhiyan

আদিবাসী সেঙ্গেল অভিযানের (Adivasi Sengel Abhiyan) রেল অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন ৷ চরম ভোগান্তিতে পড়েছেন নিত্য যাত্রীরা ।

Rail Blockade
রেল অবরোধ

By

Published : Feb 11, 2023, 11:06 AM IST

Updated : Feb 11, 2023, 12:35 PM IST

দক্ষিণ-পূর্ব রেলে অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযানের

ঝাড়গ্রাম, 11 ফেব্রুয়ারি: ফের রেল অবরোধ আদিবাসীদের সামাজিক সংগঠনের ৷ এবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখার খেমাশুলি রেললাইনের কাছে অবরোধ করল সামাজিক সংগঠন 'আদিবাসী সেঙ্গেল অভিযান' (Adivasi Sengel Abhiyan) । সারনা ধর্মের কোড চালু-সহ একাধিক দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অসম মোট পাঁচ রাজ্যে অনির্দিষ্টকাল বনধের ঘোষণা করেছিল আদিবাসী সেঙ্গেল অভিযান । ঘোষিত বনধ অনুযায়ী শনিবার সকাল থেকে খেমাশুলির কাছে রেলপথ অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযান বিক্ষোভ দেখাচ্ছে (Rail Blockade in Jhargram) ।

জানা গিয়েছে, রেলপথের পাশাপাশি কলকাতা-মুম্বই 6 নম্বর জাতীয় সড়কও খেমাশুলির কাছে অবরোধ করেছে আদিবাসী সেঙ্গেল অভিযান । রেলের খড়গপুর ডিভিশন ইতিমধ্যেই টাটানগর স্টিল এক্সপ্রেস, টাটানগর প্যাসেঞ্জার, খড়গপুর প্যাসেঞ্জার, টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল করেছে । ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে অবরোধ প্রত্যাহারের জন্য কথা বলছেন রেলের আধিকারিকরা । ট্রেন বাতিলের জেরে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে (Common people suffer due to cancellation of trains) ।

বিভিন্ন দাবিদাওয়াকে সামনে রেখে আদিবাসীদের আন্দোলন একেবারেই নতুন কোনও ঘটনা নয়। বিভিন্ন সময়ে তাঁরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেন । প্রায় প্রতিটি ক্ষেত্রেই রেল চলাচলের উপর প্রভাব পড়ে। সাম্প্রতিককালে 12 ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় রেলপথ অবরুদ্ধ হয়ে থাকে। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় । ততক্ষণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । কখনও কখনও ট্রেন অবরোধের সেই রেশ পুরোপুরি কেটে রেল চলাচল স্বাভাবিক হতে হতে 2 থেকে 3 দিন লেগে যায়। কখনও পরিস্থিতি আরও জটিল হয়ে যায। এবার আবারও সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে । এবার পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হয় সেটাই দেখার ।

আরও পড়ুন:কুড়মি সম্প্রদায়ের ডাকে রেল অবরোধ পুরুলিয়ায়, স্তব্ধ লাইনে বসল মেলা

Last Updated : Feb 11, 2023, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details