পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Kidnapping: ঝাড়গ্রামে নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেফতার অভিযুক্তের বাবা - Minor Girl Kidnapping in Jhargram

17 বছরের এক নাবালিকা স্কুল যাওয়ার জন্য বেরিয়ে আর বাড়ি ফেরেনি (Minor Girl Kidnapping)। চলতি মাসের 5 তারিখ সাঁকরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার ৷ সেই ঘটনায় মূল অভিযুক্তের বাবাকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। রবিবার শুক্রা রাউতকে ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে সাঁকরাইল থানার পুলিশ পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে চাই। বিচারক উভয়পক্ষের শুনানি শোনার পর দু'দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।

Minor Girl Kidnapping
প্রতীকী ছবি

By

Published : Dec 18, 2022, 10:00 PM IST

ঝাড়গ্রাম, 18 ডিসেম্বর: নাবালিকা অপহরণের ঘটনায় মূল অভিযুক্তের বাবাকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ (Accused's Father Arrested on Minor Girl Kidnapping) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শুক্রা রাউত ৷ বয়স 59 বছর। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার অন্তর্গত খড়িপাড়া এলাকায় ।

সূত্রের খবর, সাঁকরাইল থানার অন্তর্গত 17 বছরের এক নাবালিকা স্কুল যাওয়ার জন্য বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন চলতি মাসের 5 তারিখ সাঁকরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন (Minor Girl Kidnapping in Jhargram)। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে জানতে পারে কেশিয়াড়ি থানার অন্তর্গত খড়িপাড়া গ্রামের সঞ্জয় রাউত নামের এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।

তারপরেই পুলিশ খড়িপাড়ায় তার বাড়ি গিয়ে দেখে সঞ্জয় রাউতের বাড়ি বন্ধ রয়েছে। এভাবে পুলিশ বেশ কয়েকবার রেড করে ও বাড়িতে যায় ৷ বাড়িতে গিয়ে কাউকে পায়নি এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করতে পারেনি। অবশেষে পুলিশ এক গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার গভীর রাতে সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয়। দেখা যায় বাড়িতে সঞ্জয় রাউতের বাবা শুক্রা রাউত রয়েছে ৷

আরও পড়ুন:ঘুড়ি কিনে দেওয়ার নামে শিশুকে অপহরণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

এপরপই তাঁকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। রবিবার শুক্রা রাউতকে ঝাড়গ্রাম সিজেএম আদালতে তোলা হলে সাঁকরাইল থানার পুলিশ পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে চাই। বিচারক উভয়পক্ষের শুনানি শোনার পর দু'দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন । অভিযুক্ত পক্ষের আইনজীবী শায়ক ভদ্র বলেন, "নাবালিকাকে অপহরণের ঘটনায় আমার মক্কেলের বিরুদ্ধে 363, 365 এবং 366 ধারায় মামলা রুজু করে আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷"

ABOUT THE AUTHOR

...view details