ঝাড়গ্রাম, 27 মে: কুড়মি নেতাদের 48 ঘণ্টা সময় দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার ঝাড়গ্রামের শালবনিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর করা হয় ৷ পাশাপাশি তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া, বাঁশের লাঠি দিয়ে মারধরের ঘটনাও ঘটেছে ৷ অভিযোগ উঠেছে কুড়মি সম্প্রদায়ের সংগঠনের বিরুদ্ধে ।
এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার গজাশিমুলের মঞ্চ থেকে অভিষেক বলেন, "কুড়মি আন্দোলনের নামে বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা হয়েছে ৷ তিনি রাজ্যের আদিবাসী মন্ত্রী ৷ সংবাদমাধ্যমের গাড়ি ভেঙেছে ৷ তৃণমূল কর্মীদের গলায় গামছা দিয়ে টেনে মাটিতে ফেলা হয়েছে ৷" এ কথা বলে কুড়মি সম্প্রদায়কে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন ৷
পাশাপাশি তৃণমূলের এই লোকসভার সাংসদ তাঁর দলের বুথসভাপতিদের কুড়মি সমাজের প্ররোচনায় পা না-দেওয়ার জন্যও সতর্ক করেন ৷ অভিষেক কুড়মি সমাজের উদ্দেশ্যে বার্তা দেন, তারা চাইলে শান্তিপূর্ণ ভাবে কথা বলতে পারেন ৷ সরাসরি বিজেপির নাম উল্লেখ না করলেও তিনি বলেন, "এর পিছনে কারা আছে, তা আমরা সব জানি ৷ আমি যখন দেড় কিমি পথ হাঁটলাম, তখন দেখলাম কেউ নেই ৷ আদিবাসী কুড়মি সমাজ তো জয় গরাম বলবে ৷ কিন্তু 'জয় শ্রীরাম' কেন বলা হল ?"
এই প্রশ্নের উত্তর পেতেই এদিন অভিষেক আদিবাসী কুড়মি সমাজের মানুষদের আগামী 48 ঘণ্টার ঘন্টার মধ্যে নিজেদের বক্তব্য পরিষ্কার করে বলার জন্য সময় বেঁধে দিয়েছেন ৷ তাঁর প্রশ্ন, "আপনাদের পতাকা হাতে নিয়ে বিজেপি লোকেরা কুড়মিদের নামে আন্দোলন করছে ৷ এ কোন আন্দোলন ?"