পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek on Kurmi Agitation: মিছিলে জয় শ্রীরাম ধ্বনি কেন ? জবাব পেতে কুড়মি নেতাদের 48 ঘণ্টা সময় অভিষেকের ! - কুড়মি সমাজ

শুক্রবার রাতের দিকে মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা হয় ৷ তৃণমূল কর্মীদেরও আক্রমণ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় সরাসরি কুড়মি সমাজের দিকে অভিযোগ উঠেছে ৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, কুড়মি আন্দোলনের নামে হামলা চালিয়েছে বিজেপি ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : May 27, 2023, 7:53 AM IST

Updated : May 27, 2023, 8:53 AM IST

ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার অভিযোগ

ঝাড়গ্রাম, 27 মে: কুড়মি নেতাদের 48 ঘণ্টা সময় দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার ঝাড়গ্রামের শালবনিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর করা হয় ৷ পাশাপাশি তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া, বাঁশের লাঠি দিয়ে মারধরের ঘটনাও ঘটেছে ৷ অভিযোগ উঠেছে কুড়মি সম্প্রদায়ের সংগঠনের বিরুদ্ধে ।

এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার গজাশিমুলের মঞ্চ থেকে অভিষেক বলেন, "কুড়মি আন্দোলনের নামে বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা হয়েছে ৷ তিনি রাজ্যের আদিবাসী মন্ত্রী ৷ সংবাদমাধ্যমের গাড়ি ভেঙেছে ৷ তৃণমূল কর্মীদের গলায় গামছা দিয়ে টেনে মাটিতে ফেলা হয়েছে ৷" এ কথা বলে কুড়মি সম্প্রদায়কে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন ৷

পাশাপাশি তৃণমূলের এই লোকসভার সাংসদ তাঁর দলের বুথসভাপতিদের কুড়মি সমাজের প্ররোচনায় পা না-দেওয়ার জন্যও সতর্ক করেন ৷ অভিষেক কুড়মি সমাজের উদ্দেশ্যে বার্তা দেন, তারা চাইলে শান্তিপূর্ণ ভাবে কথা বলতে পারেন ৷ সরাসরি বিজেপির নাম উল্লেখ না করলেও তিনি বলেন, "এর পিছনে কারা আছে, তা আমরা সব জানি ৷ আমি যখন দেড় কিমি পথ হাঁটলাম, তখন দেখলাম কেউ নেই ৷ আদিবাসী কুড়মি সমাজ তো জয় গরাম বলবে ৷ কিন্তু 'জয় শ্রীরাম' কেন বলা হল ?"

এই প্রশ্নের উত্তর পেতেই এদিন অভিষেক আদিবাসী কুড়মি সমাজের মানুষদের আগামী 48 ঘণ্টার ঘন্টার মধ্যে নিজেদের বক্তব্য পরিষ্কার করে বলার জন্য সময় বেঁধে দিয়েছেন ৷ তাঁর প্রশ্ন, "আপনাদের পতাকা হাতে নিয়ে বিজেপি লোকেরা কুড়মিদের নামে আন্দোলন করছে ৷ এ কোন আন্দোলন ?"

আরও পড়ুন: কুড়মি বিক্ষোভকে সরাসরি গুন্ডামি আখ্যা অভিষেকের, দিলেন ব্যবস্থা নেওয়ার হুমকি

শুক্রবার বিকেলে ঝাড়গ্রামের বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলপাহাড়িতে রোড শো করে তারপর জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন তিনি । পড়িহাটি থেকে বিনপুর 1 নং ব্লকের দহিজুড়িতে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে রোড শো করে ঝাড়গ্রাম শহরে যান অভিষেক ৷ ঝাড়গ্রামেও রোড শো করে তিনি ৫ নম্বর রাজ্যসড়ক ধরে লোধাশুলী হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসেন ৷

গজাশিমুলের ক্যাম্পে আসার সময় শালবনি এলাকার গড়শালবনি এলাকায় অভিষেকে কনভয় দেখে বিক্ষোভ দেখায় কুড়মি সম্প্রদায় ৷ অভিযোগ, অভিষেকের গাড়ি পার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর কনভয়ের সঙ্গে থাকা অন্য গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে কুড়মিরা ৷ বাঁশের লাঠি দিয়েও গাড়িতে ও বাইক আরোহীদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ আহত হন মন্ত্রীর গাড়ির চালক ৷ পাথর ছোড়া হয় সংবাদমাধ্যমের গাড়িতেও ৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষও । এই ঘটনায় পালটা কুড়মি নেতাদের প্রশ্নের মুখে ফেলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

আরও পড়ুন: শনিবার শালবনিতে হবে শান্তিপূর্ণ বিক্ষোভ, অভিষেকের কনভয়ে হামলার পর বার্তা কুড়মি বিক্ষোভকারীদের

Last Updated : May 27, 2023, 8:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details