পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়গ্রামে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পালিয়ে গেল রোগী - ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল

সুদর্শন দণ্ডপাট নামে ওই ব্যক্তির ডানহাতের হাড় ভাঙে । ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে পালিয়ে যান সুদর্শন ।

Patient escaped from Jhargram hospital
ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল

By

Published : Jun 29, 2020, 10:45 PM IST

ঝাড়গ্রাম, 29 জুন : অপারেশন থিয়েটার থেকে পালিয়ে গেল রোগী । ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা । হাসপাতালের পাইপ বেয়ে নামার সময় তাঁঁকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা । শেষ পর্যন্ত পাইপ ধরে ঝুলে থাকেন তিনি । পরে দমকল বাহিনী এসে তাঁঁকে উদ্ধার করে । সুদর্শন দণ্ডপাট নামে ওই রোগী কেন অপারেশন থিয়েটার থেকে পালানোর চেষ্টা করেন তা জানা যায়নি ।

সুদর্শন দণ্ডপাটের বাড়ি জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় । বয়স 30-এর কোঠায় । দুর্ঘটনায় ডানহাতের হাড় ভেঙে যাওয়ায় সুদর্শনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । আজ তাঁঁর ডানহাতে প্লাস্টারের জন্য পাঁচতলার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে ফাঁক বুঝে পালিয়ে যান তিনি । হাসপাতাল বিল্ডিংয়ের পাইপলাইনের গার্ড দেওয়া কাঠের পাটা ধরে নিচে নামার চেষ্টা করেন । কিন্তু হাসপাতালের নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে যান তিনি । তড়িঘড়ি গিয়ে সুদর্শনকে আটকান নিরাপত্তারক্ষীরা । এরপর দমকল বাহিনীকে ডাকা হয় । দমকল কর্মীরা ঘটনাস্থানে এসে তাঁঁকে দড়ি দিয়ে বেঁধে নিচে নামিয়ে আনেন ।

কী কারণে ওই রোগী এমন ঘটনা ঘটালেন তা স্পষ্টভাবে জানা যায়নি । রোগীর পরিবারের দাবি, সুদর্শন মানসিকভাবে সুস্থ এবং স্বাভাবিক ব্যক্তি । ঘটনার পরে হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে । অন্যদিকে সুদর্শনকে উদ্ধার করে পুনরায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁঁর হাতে প্লাস্টার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details