পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Attack in Jahrgram: ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল 1 দীনমজুরের - Jhargram News

ঝাড়গ্রামে হাতি হানায় মৃত্যু হল এক দীনমজুরের (A labour Killed by Elephant Attack in Jhargram) ৷ ঝাড়গ্রাম পৌরসভার ভাস্করকাটার বাসিন্দা জয় কিস্কু এবং তাঁর স্ত্রী পানমণি কিস্কু এ দিন সকালে কাজে যাচ্ছিলেন ৷ সেই সময় রাস্তায় হাতির হামলায় মৃত্যু হয় জয়ের ৷

A labour Killed by Elephant Attack in Jhargram
A labour Killed by Elephant Attack in Jhargram

By

Published : Jul 4, 2022, 3:52 PM IST

ঝাড়গ্রাম, 4 জুলাই: হাতির হানায় মৃত্যু হল ঝাড়গ্রামের এক দীনমজুরের (A labour Killed by Elephant Attack in Jhargram) ৷ কোনও মতে প্রাণে বাঁচলেন ওই ব্যক্তির স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ভাস্করকাটা এলাকায় ৷ জানা গিয়েছে, একটি হাতি জয় কিস্কুকে শুঁড়ে দিয়ে তুলে একাধিকবার আছাড় মারে ৷ ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

ঝাড়গ্রামের ভাস্করকাটা বাসিন্দা আদিবাসী দম্পতি জয় কিস্কু ও পানমণি কিস্কু পেশায় দীনমজুর ৷ এ দিন রাজমিস্ত্রির কাজে ঝাড়গ্রামের সুভাষপল্লিতে যাচ্ছিলেন তাঁরা ৷ রাস্তায় হঠাৎই দু’টি হাতি তাঁদের সামনে এসে যায় ৷ হঠাৎ করে সামনে হাতি এসে পড়ায় ভয় পেয়ে যান জয় এবং পানমণি ৷ তখন সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা ৷ কিন্তু, পানমণি সাইকেল থেকে নর্দমায় পড়ে যান ৷ এই পরিস্থিতিতে জয় কিস্কু সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন ৷ কিন্তু, কিছুদূর যেতেই একটি হাতি তাঁকে ধরে ফেলে ৷

পানমণি কিস্কু জানান, হাতিটি জয়কে শুঁড় দিয়ে তুলে আছাড় মারতে শুরু করে ৷ বেশ কয়েকবার মাটিতে আছড়ে ফেলে তাঁকে ৷ ঘটনাস্থলেই জয়ের মৃত্যু হয়েছে বলে খবর ৷ জানা গিয়েছে, জয় কিস্কুর শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছে এবং রক্তক্ষরণও হয়েছে ৷ তার জেরেই মারা যান জয় ৷ পরে হাতি দু’টি চলে যেতে পানমণি স্থানীয়দের ডেকে আনেন ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ৷

ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল 1 দীনমজুরের

আরও পড়ুন:Woman Died In Elephant Attack : মহুয়া কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু মহিলার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই ভাস্করকাটার পার্শ্ববর্তী সাপধরা গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাত থেকে হাতি দাপিয়ে বেরিয়েছে ৷ সেই সময় হুলাপাটির তরফে পটকা ফাটিয়ে হাতিগুলিকে তখনের মতো তাড়িয়ে দেওয়া হয় ৷ কিন্তু, এ দিন ভোরে দু’টি হাতি ঝাড়গ্রাম শহরের দিকে বেরিয়ে আসে ৷ আর তার পরেই এই ঘটনা ঘটল ৷ এ নিয়ে বন দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও, কোনও জবাব মেলেনি ৷

ABOUT THE AUTHOR

...view details