পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গিধনি বাজারে 15টি হাতির দল, তাড়া খেয়ে গেল জঙ্গলে - a herd of 15 elephants is in Gidhni Bazaar

আজ সকালে গিধনি বাজারে ঢুকে পড়ে 15টি হাতির একটি দল । জামবনী ব্লকের ব্লক সদর গিধনি বাজারে হঠাৎ করে দলমার হাতির দল ঢুকে পড়লে এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। ব্যস্ত বাজারে হঠাৎ করে হাতির দল ঢুকে যাওয়ার ফলে রীতিমত আতঙ্কের পরিবেশও সৃষ্টি হয় ।

jhargram news
jhargram news

By

Published : Oct 3, 2020, 9:18 PM IST

গিধনি, 3 অক্টোবর : জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতির দল । প্রায় 15টি হাতি লাইন দিয়ে ঢুকে পড়ল ঝাড়গ্রামের গিধনি বাজারে । সাত সকালে হাতির দল ঢুকে যাওয়াতে বাজারের লোকেদের মধ্যে শোরগোল পড়ে যায়। অবশেষে স্থানীয়দের তাড়া খেয়ে জঙ্গলে প্রবেশ করে হাতিগুলি ।

সাতসকালে হাতির দল বাজারে ঢুকে যাওয়ার ফলে হট্টগোল শুরু হয়ে গেল গিধনি বাজার এলাকায় । আজ সকালে গিধনি বাজারে ঢুকে পড়ে 15টি হাতির একটি দল । জামবনী ব্লকের ব্লক সদর গিধনি বাজারে হঠাৎ করে দলমার হাতির দল ঢুকে পড়লে এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। ব্যস্ত বাজারে হঠাৎ করে হাতি ঢুকে যাওয়ার ফলে রীতিমত আতঙ্কের পরিবেশও সৃষ্টি হয় । এই 15টি হাতির দলে বাচ্চা হাতিও ছিল যারা একের পর এক লাইন দিয়ে গোটা বাজার এলাকায় পরিদর্শন করে ফেলে । অবশেষে এলাকাবাসীর তাড়া খেয়ে হাতির দলটি গিধনি বাজার ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় । তবে হাতিগুলি কোনরূপ ক্ষয়ক্ষতি করেনি বলেও জানা গেছে ।

ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় প্রতিদিনই দলমার হাতিদের দেখা মেলে । কখনও লোকালয় তো কখনও জঙ্গলে । আবার কখনও জঙ্গল ছেড়ে রাস্তার মাঝখানে এই দলমার দল গাড়ি থামিয়ে খাবার খায় । তবে ঝাড়গ্রাম ছাড়া পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়ি পাল, চাঁদড়া, ধেড়ুয়াসহ বিভিন্ন জায়গায় এই দলমার দলকে চাষের ক্ষেত নষ্ট করতেও দেখা গেছে । মূলত এই পুজোর মরশুমে এলেই হাতির উৎপাত বেড়ে যায় এই এলাকা জুড়ে ।

সূত্রে খবর, এই জঙ্গলমহল জুড়ে প্রায় 60-70 টি হাতি রয়েছে । এই হাতিগুলি বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে । যারা বিভিন্ন সময়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাতায়াত করে এবং লোকালয়ে এসে পড়ে ।

ABOUT THE AUTHOR

...view details